ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনে সহায়তা দেয়া একাধিক ক্রয় নেটওয়ার্কে জড়িত ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর বার্তা সংস্থা মেহেরের।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস ইরান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি এবং ইউক্রেনে অবস্থিত ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদনে সহায়তা দেয়া একাধিক ক্রয় নেটওয়ার্ক পরিচালনা করে।
ইরান বারবার বলে আসছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক এবং পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হয়।
এরআগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার বলেন, ইরান তাদের ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুরোধ জানিয়েছে। তিনি তাদের এই অনুরোধের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত।
মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে এক নৈশভোজে ট্রাম্প বলেন, ‘ইরান জানতে চেয়েছে, নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়া যাবে কি না। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা পরিস্থিতিকে কঠিন করে তুলেছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি তাদের কথা শুনতে প্রস্তুত’।
আরএ