হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পের শান্তি বোর্ডে স্থায়ী সদস্য হতে লাগবে এক বিলিয়ন ডলার

আমার দেশ অনলাইন

ছবি: মিডল ইস্ট আই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার তথাকথিত ‘বোর্ড অব পিস’-এর সদস্য হতে দেশগুলোর কাছ থেকে এক বিলিয়ন ডলার ফি আদায় করতে চান। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বোর্ডে স্থায়ী সদস্যপদ পেতে হলে সংশ্লিষ্ট দেশকে এক বছরের মধ্যে অন্তত ১০০ কোটি ডলার নগদ অর্থ প্রদান করতে হবে।

ব্লুমবার্গের প্রতিবেদনে এসেছে, খসড়া সনদ অনুযায়ী এই বোর্ডের প্রথম চেয়ারম্যান হিসেবে থাকবেন ট্রাম্প নিজেই। বোর্ডের সদস্য নির্বাচন ও বহিষ্কারের ক্ষেত্রে তার ভেটো ক্ষমতাও থাকবে।

সনদে বলা হয়েছে, সাধারণভাবে সদস্যপদের মেয়াদ হবে তিন বছর। তবে যারা সনদ কার্যকর হওয়ার প্রথম বছরের মধ্যেই এক বিলিয়ন ডলার প্রদান করবে, তাদের স্থায়ী সদস্যপদ নিশ্চিত করা হবে।

খসড়া সনদে দাবি করা হয়েছে, বর্তমান আন্তর্জাতিক কাঠামো কার্যকরভাবে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। সেখানে বলা হয়, একটি ‘আরো নমনীয় ও কার্যকর আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা সংস্থা’ গঠনের প্রয়োজন রয়েছে, যা প্রচলিত ও ব্যর্থ প্রতিষ্ঠানগুলো থেকে বেরিয়ে আসার সাহস দেখাবে।

এই ভাষা ব্যবহারের কারণে উদ্বেগ তৈরি হয়েছে যে, ট্রাম্প জাতিসংঘের বিকল্প হিসেবে নতুন একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে তুলতে চাইছেন।

সনদে বোর্ড অব পিসকে এমন একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে, যা সংঘাতপ্রবণ বা সংঘাতে হুমকির মুখে থাকা এলাকায় স্থিতিশীলতা নিশ্চিত, নির্ভরযোগ্য ও আইনসম্মত শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং টেকসই শান্তি নিশ্চিত করতে কাজ করবে।

এরই মধ্যে গাজার পুনর্গঠন ও অস্থায়ী শাসনব্যবস্থা তদারকির জন্য ট্রাম্প এই বোর্ডে যোগ দিতে একাধিক বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়েছেন।

শনিবার মিসর, তুরস্ক, আর্জেন্টিনা ও কানাডার নেতারা জানিয়েছেন, তারা বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তি বলেন, বিষয়টি তারা বিবেচনাধীন রেখেছেন। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির এক জ্যেষ্ঠ সহকারী জানান, তিনি আমন্ত্রণ গ্রহণ করতে আগ্রহী।

ইউরোপকে ‘ব্ল্যাকমেইল’ করা যাবে না: ডেনমার্ক

গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন শুল্ক আরোপ হলে প্রতিশোধ নেবে ইইউ: আয়ারল্যান্ড

জাতিসংঘের বিকল্প গড়তে চান ট্রাম্প!

‘গ্রিনল্যান্ডে মার্কিন আক্রমণে সবচেয়ে সুখী মানুষ হয়ে উঠবেন পুতিন’

ট্রাম্পের শুল্ক রাজনীতির বিপরীতে ইইউ–দক্ষিণ আমেরিকার জোট

ক্ষমতার পালাবদলেও অক্ষত ভেনেজুয়েলার ‘দ্বিতীয় ব্যক্তি’ কেবেলোকে ঘিরে রহস্য

ইউরোপের উচিত নয় তাদের বাবাকে উস্কে দেওয়া: রাশিয়া

যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ব্লেয়ারকে গাজা পুনর্গঠনের দায়িত্ব দিলেন ট্রাম্প

অর্ধশতাব্দী পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা, উৎক্ষেপণ মঞ্চে ‘আর্টেমিস–২’

ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে: ট্রাম্প