হোম > বিশ্ব > আমেরিকা

ভেনেজুয়েলার জনগণের পূর্ণ সমর্থন মাচাদোর পক্ষে নেই: ট্রাম্প

ট্রাম্প–মাচাদো বৈঠক

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন। হোয়াইট হাউস বৈঠকটিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও ট্রাম্প প্রকাশ্যে মাচাদোর রাজনৈতিক অবস্থান ও তার নোবেল শান্তি পুরস্কার নিয়ে মন্তব্য করায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হলেও দেশটির জনগণের পূর্ণ সমর্থন মাচাদোর পক্ষে নেই। বরং যুক্তরাষ্ট্রের জ্বালানি স্বার্থের প্রেক্ষাপটে তিনি মাদুরোর উপপ্রধান ডেলসি রদ্রিগেজের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন বলে ইঙ্গিত দেন।

নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে মাচাদো ট্রাম্পের সমর্থন আরও জোরালো করার চেষ্টা করেন। এরই অংশ হিসেবে ৫৮ বছর বয়সি এই বিরোধী নেতা নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেওয়ার প্রস্তাব দেন। ট্রাম্পও জানান, বৈঠকে মাচাদো যদি তার নোবেল পুরস্কার তাকে দেন, তবে সেটি তার জন্য সম্মানের বিষয় হবে।

বৈঠক শেষে মাচাদো হোয়াইট হাউসের বাইরে সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। তিনি দীর্ঘদিন ধরে মাদুরোর বামপন্থি সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ৩ জানুয়ারি মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর এটিই ছিল ট্রাম্প ও মাচাদোর প্রথম সরাসরি সাক্ষাৎ। গণমাধ্যম ছাড়াই অনুষ্ঠিত মধ্যাহ্নভোজ বৈঠকে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। লেভিট বলেন, ট্রাম্প দেশটিতে ভবিষ্যতে নির্বাচন আয়োজনের বিষয়ে আগ্রহী, তবে কোনো নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করেননি।

নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, মাচাদো সেটি দিতে চাইলে তিনি তা গ্রহণ করে সম্মানিত হবেন। তবে নরওয়েজিয়ান নোবেল কমিটি পরিষ্কার করেছে, নোবেল পুরস্কার ভাগ বা হস্তান্তরযোগ্য নয়—পদক বদলালেও পুরস্কারপ্রাপ্তের স্বীকৃতি অপরিবর্তিত থাকে।

উল্লেখ্য, গত মাসে নাটকীয়ভাবে অসলোতে গিয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন মাচাদো। এরপর তিনি আর ভেনেজুয়েলায় ফেরেননি এবং বর্তমানে কার্যত নির্বাসনে রয়েছেন।

ভেনেজুয়েলার বিরোধীদের অভিযোগ, ২০২৪ সালের নির্বাচনে কারচুপির মাধ্যমে মাদুরো ক্ষমতা ধরে রেখেছেন—এই দাবিকে যুক্তরাষ্ট্রও সমর্থন দিয়েছে। একই সঙ্গে ওয়াশিংটন ভেনেজুয়েলা থেকে তেল রপ্তানি নিয়ন্ত্রণে অভিযান জোরদার করেছে এবং ক্যারিবীয় সাগরে একাধিক তেলবাহী ট্যাংকার জব্দ করেছে।

এদিকে মাদুরোবিরোধী অভিযানের প্রতিক্রিয়া অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে। কিউবা অভিযানে নিহত সেনাদের স্মরণে শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে দেশটির বিপ্লবী নেতা রাউল কাস্ত্রো উপস্থিত ছিলেন।

এসআর/এসআই

আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সংঘাতকে ভয় পাই না

ট্রাম্পের হাতে নোবেল পুরস্কারের মেডেল তুলে দিলেন মাচাদো

ইরানে হামলা চায় না যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা

ট্রাম্পের হুমকি-ধমকি, কাতার-ওমানকে নিয়ে ইরানের পাশে সৌদি আরব

গ্রিনল্যান্ড নিয়ে উত্তেজনা, ট্রাম্পের হুমকির পর জার্মানির সেনা পাঠানোর ঘোষণা

গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন চুক্তি স্থগিতের আহ্বান ইইউ আইনপ্রণেতাদের

এবার যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে ভেনেজুয়েলা প্রবাসী নিহত

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অবস্থান বদলাতে ব্যর্থ ডেনমার্ক

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

জেলেনস্কিই সম্ভাব্য শান্তিচুক্তি আটকে রেখেছে, পুতিন নয়: ট্রাম্প