হোম > বিশ্ব > আমেরিকা

ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ থেকে সরে এলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে চলমান বিরোধের জেরে দেওয়া শুল্ক আরোপের হুমকি থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের আটটি দেশের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। খবর বিবিসির।

বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নেওয়ার পর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ন্যাটো মহাসচিবের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। এর ওপর ভিত্তি করে তারা ‘গ্রিনল্যান্ডের সঙ্গে ভবিষ্যৎ চুক্তির কাঠামো তৈরি করেছেন’।

তিনি বলেন, ‘এই সমাধান যদি চূড়ান্ত হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সব ন্যাটো সদস্যের জন্য একটি দুর্দান্ত বিষয় হবে।’

ট্রাম্প বলেন, ‘এই বোঝাপড়ার ওপর ভিত্তি করে আমি আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া শুল্ক আরোপ করছি না।’

তিনি জানান, গ্রিনল্যান্ডের সঙ্গে সম্পর্কিত ‘দ্য গোল্ডেন ডোম’ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। অগ্রগতির বিষয়টি পরবর্তী সময় জানানো হবে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রয়োজনে আরো অনেকে আলোচনার সঙ্গে যুক্ত থাকবেন এবং তারা সরাসরি ট্রাম্পের কাছে প্রতিবেদন দেবেন।

তবে এই ঘোষণার পরও অনেক প্রশ্ন রয়ে গেছে। গ্রিনল্যান্ডে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভূমিকা ঠিক কী হবে তা এখনো স্পষ্ট নয়।

গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ। তবে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান উপস্থিতির কারণে গ্রিনল্যান্ডের মালিকানা চান বলে জানান ট্রাম্প। তবে এর বিরোধিতা করে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড। বিরোধিতা করায় এসব দেশের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক কার্যকর করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। আর আগামী ১ জুন থেকে এই হার বাড়িয়ে ২৫ শতাংশ করার কথা ছিল।

আরএ

যুক্তরাষ্ট্র সফর করবেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

ক্যারিবীয় অঞ্চলে আরো একটি ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

জাতিসংঘের বিকল্প হতে পারে ‘শান্তি বোর্ড’: ট্রাম্প

হত্যার হুমকি পাওয়ায় ইরানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

গ্রিনল্যান্ড নিয়ে কড়া অবস্থান ট্রাম্পের, বললেন পিছু হটার সুযোগ নেই

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন ক্যাথলিক ধর্মযাজকেরা

ভয়াবহ দাবানলে বিধ্বস্ত চিলি, সহায়তার জন্য আর্তনাদ

তেল বিক্রি থেকে ৩০ কোটি ডলার পেল ভেনেজুয়েলা

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প