হোম > বিশ্ব > আমেরিকা

ইউরোপের ৮ দেশের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

গ্রিনল্যান্ড ইস্যু

আমার দেশ অনলাইন

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে।

স্থানীয় সময় শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি জানান, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বসানো হবে। পাশাপাশি আগামী ১ জুন থেকে এই শুল্কহার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে বলেও জানান তিনি।

পোস্টে ট্রাম্প বলেন, কয়েক শতাব্দী পর এখন গ্রিনল্যান্ড ‘ফেরত দেওয়ার সময় এসেছে’ ডেনমার্কের। তার দাবি, গ্রিনল্যান্ড নিয়ে বর্তমান পরিস্থিতি বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে উঠছে। তিনি বলেন, চীন গ্রিনল্যান্ড দখল করতে চায়, কিন্তু ডেনমার্ক এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারবে না।

ট্রাম্প আরও অভিযোগ করেন, উল্লিখিত ইউরোপীয় দেশগুলো ‘অজ্ঞাত উদ্দেশ্যে গ্রিনল্যান্ডে গেছে’ এবং তারা একটি ‘অত্যন্ত বিপজ্জনক খেলা’ খেলছে। এই পরিস্থিতির দ্রুত অবসানে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড নিয়ে কোনো দেশ তার অবস্থানের সঙ্গে একমত না হলে তাদের ওপর শুল্ক আরোপ করা হতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, জনসংখ্যা কম হলেও গ্রিনল্যান্ড প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা এবং আর্কটিক অঞ্চলে নৌ চলাচল পর্যবেক্ষণের ক্ষেত্রে দ্বীপটির কৌশলগত গুরুত্ব অনেক।

এসআর

ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে: ট্রাম্প

ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ নিয়ে ইসরাইলের আপত্তি

গাজায় ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে এরদোয়ানকে ট্রাম্পের আমন্ত্রণ

বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড স্থগিত করায় ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলেই শুল্ক আরোপ, হুমকি ট্রাম্পের

ইউরোপীয় সেনা মোতায়েনেও গ্রিনল্যান্ড দখলের লক্ষ্য ছাড়ছে না যুক্তরাষ্ট্র

আফ্রিকায় অর্থনৈতিক প্রভাব ধরে রাখতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র

মিনেসোটার বিক্ষোভের বিরুদ্ধে জরুরি আইন প্রয়োগের হুমকি ট্রাম্পের

আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সংঘাতকে ভয় পাই না

ট্রাম্পের হাতে নোবেল পুরস্কারের মেডেল তুলে দিলেন মাচাদো