গ্রিনল্যান্ডে প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার বিরোধিতা করায় কানাডার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, বেইজিং আগামী এক বছরের মধ্যে ‘কানাডাকে খেয়ে ফেলতে পারে’। কারণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তার পরিবর্তে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বেছে নিচ্ছে প্রতিবেশী কানাডা ।
শুক্রবার তার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘কানাডা গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম নির্মাণের বিরুদ্ধে, যদিও গোল্ডেন ডোম কানাডাকে রক্ষা করবে। পরিবর্তে তারা চীনের সঙ্গে ব্যবসা করার পক্ষে ভোট দিয়েছে, যারা প্রথম বছরের মধ্যেই ‘তাদের খেয়ে ফেলবে’!
দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাম্প্রতিক মন্তব্যের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার উত্তর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ট্রাম্পের এই ক্ষোভ প্রকাশ পেয়েছে।
কানাডা সবচেয়ে বেশি ব্যবসা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে। এর পরই রয়েছে চীন। যদিও মাঝে সম্পর্ক খারাপ ছিল। কিন্তু দুই দেশ আবারও বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে।
গত সপ্তাহে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, আর্কটিক অঞ্চলের গ্রিনল্যান্ডে যদি তারা গোল্ডেন ডোম স্থাপন করে, তাহলে স্বাভাবিকভাবে কানাডা এর সুবিধা ভোগ করবে এবং সুরক্ষিত থাকবে। তিনি ওই সময় দাবি করেন, কানাডা বিনা মূল্যে যুক্তরাষ্ট্রের সুবিধা পায় এবং তাদের জন্যই কানাডা টিকে আছে।
তিনি বলেন, ‘আমরা গোল্ডেন ডোম স্থাপন করব, যেটি স্বাভাবিকভাবে কানাডাকে রক্ষা করবে। কানাডা আমাদের কাছ থেকে অনেক কিছু বিনা মূল্যে পায়। তাদের আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।’
‘কানাডা যুক্তরাষ্ট্রের কারণে বেঁচে আছে।’ দেশটির প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘পরবর্তীতে যুক্তরাষ্ট্রকে নিয়ে কিছু বলার আগে এটি মনে রাখবেন মার্ক।’
কিন্তু ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করে কানাডিয়ান প্রধানমন্ত্রী বলেন, ‘কানাডা যুক্তরাষ্ট্রের জন্য বেঁচে নেই। কানাডা সফলতা পাচ্ছে কারণ আমরা কানাডিয়ান।’