হোম > বিশ্ব > এশিয়া

জাপানে আগ্নেয়গিরির কাছে হেলিকপ্টার নিখোঁজ

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আসোর কাছে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। হেলিকপ্টারটিতে তিনজন আরোহী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে হেলিকপ্টারটি আসো শহরের একটি চিড়িয়াখানা থেকে ১০ মিনিটের ভ্রমণের জন্য উড্ডয়ন করে। কিন্তু হেলিকপ্টারটি আর ফিরে আসেনি। খবর বিবিসির।

ওই দিই বিকেল ৪টার দিকে পুলিশি হেলিকপ্টার মাউন্ট আসোর নাকাদাকে আগ্নেয়গিরির গর্তের ভেতরে উড়োজাহাজ সদৃশ একটি বস্তু দেখতে পায়। তবে সেটিই নিখোঁজ হেলিকপ্টার কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

নিখোঁজ হেলিকপ্টারের ৬৪ বছর বয়সি পাইলট ছিলেন একজন অভিজ্ঞ ব্যক্তি, যার প্রায় ৪০ বছরের উড্ডয়ন অভিজ্ঞতা রয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তার সঙ্গে থাকা যাত্রীরা ছিলেন তাইওয়ানের এক নারী ও এক পুরুষ।

যুক্তরাষ্ট্রে নির্মিত রবিনসন আর৪৪ হেলিকপ্টারটি ওই দিনের জন্য তৃতীয় দর্শনীয় স্থান ভ্রমণে ছিল। হেলিকপ্টারটির অপারেটর তাকুমি এন্টারপ্রাইজ জানায়, এর আগের দুটি যাত্রায় কোনো সমস্যা হয়নি।

মঙ্গলবার নাকাডাকে এলাকায় মেঘলা আবহাওয়ার খবর পাওয়া গেছে এবং বুধবার সকালে পুনরায় শুরু হওয়ার আগে মঙ্গলবার সন্ধ্যায় অনুসন্ধান অভিযান স্থগিত করা হয়েছিল।

মঙ্গলবার নাকাদাকে এলাকায় মেঘলা আবহাওয়া বিরাজ করছিল। সন্ধ্যার পর অনুসন্ধান অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং বুধবার সকালে আবার অভিযান শুরু হয়। ঘটনার পর তাকুমি এন্টারপ্রাইজ তাদের সব হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে বলে জানিয়েছে জিজি নিউজ এজেন্সি।

বিশ্বের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র পুনরায় চালু হচ্ছে জাপানে

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হানের ২৩ বছরের কারাদণ্ড

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

প্রকাশ্য অনুষ্ঠানে উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা বাতিল করল দুই দেশ

আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

ক্ষমতার তিন মাসের মাথায় আগাম নির্বাচনের ঘোষণা তাকাইচির

কী কারণে সংসদ ভেঙে আগাম নির্বাচন চান জাপানের প্রধানমন্ত্রী?

ইতিহাসের সর্বনিম্ন জন্মহারে চীন