হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চার বছরে ১৮ লাখের বেশি সেনা হতাহত

আমার দেশ অনলাইন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় চার বছরে দুই দেশের নিহত, আহত ও নিখোঁজ সেনার সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের তুলনায় রাশিয়ার সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে বেশি। মোট হতাহত ও নিখোঁজ ১৮ লক্ষাধিক সেনার মধ্যে প্রায় ১২ লাখই রুশ বাহিনীর সদস্য। এদের মধ্যে তিন লাখ ২৫ হাজারের কিছু বেশি সেনা নিহত হয়েছেন, আর বাকিদের বড় অংশ আহত। পাশাপাশি কয়েক হাজার রুশ সেনা এখনো নিখোঁজ রয়েছেন।

সিএসআইএস বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বড় সামরিক শক্তির বাহিনী বিশ্বের আর কোনো যুদ্ধে এত বিপুল হতাহতের মুখে পড়েনি।

অন্যদিকে ইউক্রেনও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। গত চার বছরে দেশটির ছয় লাখের বেশি সেনা নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর নিহতের সংখ্যা এক লাখ থেকে এক লাখ ৪০ হাজারের মধ্যে।

প্রতিবেদনে আরও সতর্ক করে বলা হয়েছে, যুদ্ধ অব্যাহত থাকলে ২০২৬ সালের বসন্তকাল নাগাদ মোট হতাহত ও নিখোঁজ সেনার সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছাতে পারে।

উল্লেখ্য, ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের তৎপরতাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শুরু হওয়া সেই যুদ্ধ এখনো চলমান।

সূত্র: এএফপি

এসআর

ইউক্রেনে রুশ হামলায় ১২ জন নিহত

যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ নিজেকে রক্ষা করতে পারবে না: ন্যাটো-প্রধান

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে বিল পাস করল ফ্রান্স

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৫০

সমালোচনার মুখে আফগানিস্তান ইস্যুতে ট্রাম্পের অবস্থান বদল

অভিবাসী পাচার দমনে কঠোর আইন আনছে গ্রিস

আফগানিস্তান ইস্যুতে ট্রাম্পের সমালোচনায় প্রিন্স হ্যারি

ইসরাইলের অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেলজিয়াম

ট্রাম্পকে ‘শত্রু’ ভাবেন বেশির ভাগ ইউরোপীয়

যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন-রাশিয়া-যুক্তরাষ্ট্র