মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বন্ধু’ নয় বরং ‘শত্রু’ ভাবেন বেশির ভাগ ইউরোপীয়। ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশে চালানো জরিপের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। জরিপে দেখা যায়, ৫১ শতাংশ ইউরোপীয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ইউরোপের শত্রু’ হিসেবে গণ্য করেন।
ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, ইতালি, স্পেন, ডেনমার্ক এবং পোল্যান্ডের এক হাজারের বেশি মানুষের ওপর এই জরিপ চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, মাত্র ৮ শতাংশ মানুষ ট্রাম্পকে ‘ইউরোপের বন্ধু’ বলে মনে করেন।
ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের হুমকির পর এই জরিপ চালানো হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৩৯ শতাংশ মনে করেন, তিনি ‘শত্রুও নন, মিত্রও নন’।
ড্যানিশদের মধ্যে ট্রাম্পকে ‘শত্রু’ বলে মনে করেন জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫৮ শতাংশ। সাতটি দেশের ৪৪ শতাংশ মানুষ বলেন, ট্রাম্প ‘একজন স্বৈরশাসকের মতো আচরণ করেন’, আরো ৪৪ শতাংশ মনে করেন, তার ‘কর্তৃত্ববাদী প্রবণতা’ রয়েছে। আর মাত্র ১০ শতাংশ মনে করেন, ‘ট্রাম্প গণতান্ত্রিক নীতিগুলোকে সম্মান করেন’।
ট্রাম্প এ সপ্তাহে খনিজসমৃদ্ধ গ্রিনল্যান্ডকে বলপ্রয়োগের মাধ্যমে দখল করার সিদ্ধান্ত থেকে সরে এলেও, ইউরোপীয় দেশগুলো বলেছে, তারা মার্কিন নেতার পরবর্তী পদক্ষেপের জন্য সতর্ক রয়েছে। বুধবার ট্রাম্প বলেন, ইউরোপ ‘সঠিক পথে এগোচ্ছে না’।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
আরএ