মধ্য ইসরাইলে ভূমিকম্প অনুভূত হয়েছে তবে কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া মৃত সাগর অঞ্চলে ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দক্ষিণ ইসরাইলে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে মৃত সাগর অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে এবং ইসরাইলের উত্তরে এবং মধ্য ইসরাইলে কম্পন অনুভূত হয়েছে বলে কর্তৃপক্ষ এবং বাসিন্দারা জানিয়েছেন।
স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে যে ভূমিকম্পের কারণে তাদের স্বয়ংক্রিয় সতর্কতা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এর ফলে, মৃত সাগর অঞ্চলের কিছু অংশে সতর্কতা জারি করা হয়েছে। মধ্য ইসরায়েলের বাসিন্দারা প্রায় একই সময়ে কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন।
সূত্র: টাইমস অব ইসরাইল, ওয়াই নেট নিউজ।