হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরাইলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার গাজা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চালানো এ হামলায় নিহতদের মধ্যে একজন এএফপির ফ্রিল্যান্স সাংবাদিক ছিলেন বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, আল-জাহরা এলাকায় ইসরাইলি বিমান হামলায় সাংবাদিকদের বহনকারী একটি যানবাহন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরে তাদের মরদেহ দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়। খবর আল জাজিরার।

নিহত সাংবাদিকেরা হলেন মোহাম্মদ সালাহ কাশতা, আবদুর রউফ শাআত ও আনাস ঘনেইম। শাআত এএফপির সঙ্গে ফ্রিল্যান্স ভিত্তিতে কাজ করলেও হামলার সময় তিনি সংস্থাটির কোনো আনুষ্ঠানিক দায়িত্বে ছিলেন না।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, মধ্য গাজা উপত্যকায় হামাস-সংশ্লিষ্ট একটি ড্রোন পরিচালনাকারী কয়েকজন ‘সন্দেহভাজনকে’ লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। সেনাবাহিনীর দাবি, ড্রোনটি তাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করছিল, সে কারণেই নির্দিষ্ট অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমে হামলাটি পরিচালিত হয়। তবে ড্রোনটি কীভাবে হামাসের সঙ্গে যুক্ত ছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি তারা।

এর আগে গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছিল, আল-জাহরা এলাকায় একটি বেসামরিক যান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় সাংবাদিকেরা মিশরীয় একটি ত্রাণ সংস্থার সাহায্য বিতরণের দৃশ্য ধারণ করতে ড্রোন ব্যবহার করছিলেন।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এতে ইসরাইলি বাহিনী ও হামাসের মধ্যে বড় ধরনের লড়াই কমে এলেও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এসআর

গাজায় ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ যোগ দিচ্ছে যেসব দেশ

বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান

নিরস্ত্র না হলে হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে —হুঁশিয়ারি ট্রাম্পের

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরাইলের হামলা, নিহত ২

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর বহরে বোমা হামলা, নিহত ৫

সিরিয়ার ‘হামার কসাই’ রিফাত আল-আসাদের মৃত্যু

আক্রান্ত হলে সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা জবাব দেবে ইরান

সিরিয়ায় ওয়াইপিজির ড্রোন হামলায় নিহত ৭

গাজা ‘শান্তি বোর্ডে’ যোগ দিচ্ছেন নেতানিয়াহু

সিরিয়ার কারাগার থেকে পালিয়েছে ২০০ আইএস যোদ্ধা