হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির

আমার দেশ অনলাইন

ইরানের প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি।

ইরানে সাম্প্রতিক বিক্ষোভের জেরে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের দ্রুত বিচারের অঙ্গীকার করেছেন দেশটির প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বুধবার এ তথ্য জানানো হয়েছে। কর্তৃপক্ষ এসব বিক্ষোভকে “দাঙ্গা” হিসেবে আখ্যা দিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে ইরানের প্রধান বিচারপতি আরো বলেন, “যদি কেউ কাউকে পুড়িয়ে দেয়, শিরশ্ছেদ করে এবং আগুন ধরিয়ে দেয়, তাহলে আমাদের দ্রুত কাজ করতে হবে।” তেহরানের একটি কারাগার পরিদর্শনের সময়—যেখানে বিক্ষোভসংক্রান্ত গ্রেপ্তারদের রাখা হয়েছে—তিনি এসব মন্তব্য করেন।

ইরানের সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, এজেই আরও বলেন বিচারগুলো “প্রকাশ্যে” অনুষ্ঠিত হওয়া উচিত। প্রতিবেদনে বলা হয়, তিনি তেহরানের ওই কারাগারে প্রায় পাঁচ ঘণ্টা সময় কাটিয়ে আটক ব্যক্তিদের মামলার নথি পর্যালোচনা করেছেন।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, সাম্প্রতিক বিক্ষোভে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে বিচার বিভাগ ব্যাপকভাবে মৃত্যুদণ্ড প্রয়োগ করতে পারে। এই পরিস্থিতি ইরানে মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

এসআর/এসআই

ইসরাইলি দখলদারদের সহিংসতায় পশ্চিম তীরে বাস্তুচ্যুত বেদুইনরা

গাজায় শীতকালীন ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ৫

এবার দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ দিল ফ্রান্স ও কানাডা

বিক্ষোভ দমনে ২০০০ মৃত্যুর কথা স্বীকার ইরানের, বেসরকারি দাবি ১২ হাজার

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় অন্তত ১০০ শিশু নিহত: জাতিসংঘ

ইরান সরকার শেষ দিনগুলোতে পৌঁছেছে: জার্মান চ্যান্সেলর

ইরানে বিক্ষোভে নিরাপত্তা কর্মীসহ ২০০০ জন নিহত

ইরানের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র