গাজায় ট্রাম্পের শান্তি পরিকল্পনা যখন দ্বিতীয় ধাপে প্রবেশ করছে, তখনো উপত্যকায় হামলা বন্ধ করেনি ইসরাইল। গাজাজুড়ে ইসরাইলি হামলায় বৃহস্পতিবারও নিহত হয়েছে কমপক্ষে ১০ ফিলিস্তিনি।
বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার সন্ধ্যায় দেইর এল-বালাহ শহরে দুটি বাড়িতে বোমা হামলা চালায়। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন, নিহত ছয়জনের মধ্যে ১৬ বছর বয়সি এক কিশোরও রয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, নিহতদের মধ্যে একজন মুহাম্মদ আল-হাওলি, হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের একজন কমান্ডার ছিলেন।
গাজা সিটি থেকে আল জাজিরার ইব্রাহিম আল-খালিলি নিশ্চিত করেছেন, কাসেম ব্রিগেডের এক সিনিয়র ব্যক্তি নিহত হয়েছেন।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার রাফাহ শহরের পশ্চিমে আল-আলম চৌরাস্তার কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে কমপক্ষে একজন নিহত হয়েছে। এছাড়া গাজা সিটির দক্ষিণ-পশ্চিমে আল-নাবলুসি জংশনের কাছে একটি পুলিশ পোস্টে ইসরাইলি হামলায় নিহত হয় আরো একজন। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় আরো দুজন নিহত হয়।
হামাস আল-হাওলির বাড়িতে হামলাকে ‘ঘৃণ্য অপরাধ’ বলে নিন্দা জানিয়ে বলেছে, এটি অক্টোবরের যুদ্ধবিরতির প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবজ্ঞার বহিঃপ্রকাশ। তবে তাদের একজন কমান্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি হামাস।
আরএ/এসআই