হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় শীতকালীন ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ৫

আমার দেশ অনলাইন

শীতকালীন ঝড়ে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও দেয়াল ধসে মঙ্গলবার গাজায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া শীতজনিত কারণে শিশু ও বয়স্কদের মধ্যে মৃত্যুর সংখ্যা বাড়ছে।

গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা জানিয়েছে, নিহতদের মধ্যে দুই নারী, এক কিশোরী ও এক পুরুষ রয়েছেন। শীতজনিত কারণে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে, এক বছরের একটি শিশু হাইপোথার্মিয়ায় মারা গেছে। এর আগের রাতে একই কারণে আরও দুই শিশুর মৃত্যু হয়।

দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ ও অবরোধের কারণে গাজায় বসবাসের পরিস্থিতি চরম হয়ে গেছে। গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মানবিক সংস্থাগুলো বলছে, শীতকালীন ঝড় মোকাবিলার মতো পর্যাপ্ত আশ্রয় নেই।

জাতিসংঘের মানবিক সহায়তা কার্যালয় জানায়, মঙ্গলবার শত শত তাঁবু ও অস্থায়ী আশ্রয় ঝড়ে উড়ে গেছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল-শিফা হাসপাতালের তথ্যমতে, গাজা সিটির উপকূলীয় এলাকায় একটি আট মিটার উঁচু দেয়াল ধসে একটি তাঁবুর ওপর পড়ে একই পরিবারের তিনজন নিহত হন। তারা হলেন ৭২ বছর বয়সি মোহাম্মদ হামুদা, তার ১৫ বছর বয়সি নাতনি ও পুত্রবধূ। ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। গাজার পশ্চিম অংশে দেয়াল ধসে আরও এক নারী নিহত হয়েছেন।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, “যুদ্ধের কারণে অধিকাংশ মানুষ নিরাপদ আশ্রয় হারিয়েছে। ঝড়ের সময় ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবে প্রয়োজনীয় তাঁবু ও আশ্রয়সামগ্রী পর্যাপ্ত পরিমাণে ঢুকছে না।”

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দফতর জানিয়েছে, তাঁবু, ত্রিপল, কম্বল, পোশাক ও জরুরি সামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে মানবিক সংস্থাগুলো অভিযোগ করছে, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এই উপকরণগুলো গাজায় প্রবেশে বাধা রয়েছে।

সূত্র: আল জাজিরা

এসআর/এসআই

ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির

ইসরাইলি দখলদারদের সহিংসতায় পশ্চিম তীরে বাস্তুচ্যুত বেদুইনরা

এবার দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ দিল ফ্রান্স ও কানাডা

বিক্ষোভ দমনে ২০০০ মৃত্যুর কথা স্বীকার ইরানের, বেসরকারি দাবি ১২ হাজার

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় অন্তত ১০০ শিশু নিহত: জাতিসংঘ

ইরান সরকার শেষ দিনগুলোতে পৌঁছেছে: জার্মান চ্যান্সেলর

ইরানে বিক্ষোভে নিরাপত্তা কর্মীসহ ২০০০ জন নিহত

ইরানের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র