ইরানের সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ২৬ বছর বয়সি তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির সরকার। এ তথ্য নিশ্চিত করেছে তার পরিবার এবং নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও। খবর সিএনএনের।
ক্ষুদ্র ব্যবসায়ী সোলতানি রাজধানী তেহরানের শহরতলি কারাজে বসবাস করতেন। গত ৮ জানুয়ারি তিনি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন। তিন দিনের মধ্যে বিচার শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে আদালতে তার পরিবারের কোনো সদস্য বা বন্ধু উপস্থিত থাকতে পারেননি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোলতানির বোন একজন নিবন্ধিত আইনজীবী হলেও বিচার প্রক্রিয়ায় তাকে অনুমতি দেওয়া হয়নি।
সোমায়েহ নামের এক আত্মীয় জানান, “আমরা শুনেছি যে তার দণ্ড কার্যকর হয়নি, তবে এখনো এটি বাতিল হয়নি। আরও তথ্যের অপেক্ষায় রয়েছি।” পরে হেনগাও জানিয়েছে, সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে।
গত বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক সভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা জানতে পেরেছি, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রয়েছে। আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হয়েছি।” ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সোলতানির মৃত্যুদণ্ড স্থগিতের সংবাদ প্রকাশিত হয়।
এসআর/এসআই