হোম > বিশ্ব > পাকিস্তান

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার সময় বাড়াল পাকিস্তান

আমার দেশ অনলাইন

ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

ভারতীয় নিবন্ধিত সব বিমান চলাচলে আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার সময়সীমা আরো এক মাস বাড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ভারতের নিবন্ধিত সব বেসামরিক ও সামরিক বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

পিএএ জানায়, পাকিস্তানের আকাশসীমা ভারতে নিবন্ধিত সব বিমানের জন্য বন্ধ থাকবে, যার মধ্যে ভারতীয় বিমান সংস্থাগুলোর মালিকানাধীন, পরিচালিত বা লিজ নেওয়া বিমানও অন্তর্ভুক্ত রয়েছে। ভারতীয় সামরিক বিমানগুলোও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

এর আগে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরে যুদ্ধবিরতি হলেও আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়নি ইসলামাবাদ। গত মাসেও পিএএ একইভাবে নিষেধাজ্ঞা বাড়িয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত কার্যকর রেখেছিল, যা কূটনৈতিক যোগাযোগ চলমান থাকা সত্ত্বেও বহাল থাকে।

এই সিদ্ধান্তের ফলে ভারতীয় এয়ারলাইনগুলোর ওপর বড় ধরনের আর্থিক ও পরিচালনাগত চাপ তৈরি হয়েছে। পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারায় মধ্যপ্রাচ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্রগামী ভারতীয় বিমানগুলোকে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে। এতে জ্বালানি খরচ যেমন বেড়েছে, তেমনি যাত্রার সময় বেড়েছে প্রায় তিন ঘণ্টা।

আরএ

ইমরানের সঙ্গে সাক্ষাতের জন্য হাইকোর্টের দারস্থ পিটিআই

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

পাকিস্তানে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৪, নিখোঁজ ৫০ জনেরও বেশি

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে একই পরিবারের ৬ জন নিহত

পাকিস্তানে শপিংমলে আগুন, নিহত ৫

পাকিস্তান-ইরান সম্পর্ক নিয়ে যা বললেন পুতিন

পাকিস্তানে ট্রাক খালে পড়ে নিহত ১৪

বাংলাদেশসহ যেসব দেশের সঙ্গে যুদ্ধবিমান বিক্রির আলোচনায় পাকিস্তান

শিশুর বুকের ভেতরে আরেক শিশুর ভ্রূণ