পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধায় ট্রাক খালে পড়ে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলে মারা যান সাতজন। শুক্রবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর জিও নিউজের।
উদ্ধারকারীরা জানান, কোট মোমিন শহরের এলাকায় ঘন কুয়াশার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্রাকটি গালাপুর বাংলা খালে পড়ে যায়। তবে খালটিতে পানি ছিল না। ট্রাকটিতে ২৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে সাতজন গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে যাচ্ছিল। পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানিয়েছেন, শুক্রবার রাত ১১টা ২২ মিনিটের দিকে তারা ইমার্জেন্সি কল পান, তারপর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শরু করে দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী টিম।
আরএ/এসআই