
মঈন উদ্দিন, রাজশাহী

রাজশাহীর প্রকৃতিতে নেমে এসেছে এ বছরের প্রথম কুয়াশা। গত সোমবার ভোর থেকেই শহর ও আশপাশের উপজেলাজুড়ে দেখা গেছে ঘন কুয়াশার আবরণ। রাজশাহী-নওগাঁ মহাসড়ক, চারঘাট, পবা, বাগমারা ও পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থানে দিনে যানবাহন চলতে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশা ভেদ করে ছুটেছে মানুষ, কেউ কর্মস্থলে, কেউ স্কুলে বা হাটে-মাঠে। প্রকৃতির এই পরিবর্তন জানান দিচ্ছে শীত আসছে।
মহানগরীর উপকণ্ঠে দেখা যায় শিশিরভেজা ঘাসে খেলে বেড়ানো শিশুদের, যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে উপভোগ করছে মৌসুমের প্রথম সকাল। কুয়াশার চাদর ভেদ করে সোনালি সূর্য যেন মৃদু হাসছে। মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দু, ধূসর আকাশ মিলেমিশে এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করছে।
মহানগরীর রেলগেট এলাকার শ্রমিক আবদুল ইয়ামিন বলেন, আজকের সকালেই প্রথমবার শীতের আমেজ অনুভব করলাম। হাত-পা ঠাণ্ডা লাগছে।
গণকপাড়া বাজারের গরম কাপড়ের দোকানি মিজানুর রহমান জানান, প্রতিবছর কুয়াশা শুরু হতেই মানুষ শীতের পোশাক খুঁজতে বাজারে আসে। আশা করছি আজ থেকে সোয়েটার, চাদর, জ্যাকেটের বিক্রি শুরু হবে। আগামী এক সপ্তাহের মধ্যে বিক্রি আরো বাড়বে বলে আশা করছি।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, সোমবার ভোরে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ছিল ২৭ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। তিনি আরো বলেন, তাপমাত্রা এখন থেকে ধীরে ধীরে কমবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই উত্তরাঞ্চলে শীতের প্রভাব আরো স্পষ্ট হবে।
স্থানীয় বিশ্লেষক ও শিক্ষক নুরুল ইসলাম বলেন, রাজশাহীতে শীত সাধারণত দেরিতে নামে; কিন্তু এ বছর কিছুটা আগেই কুয়াশার দেখা মিলেছে। এটা মৌসুমি পরিবর্তনেরই ইঙ্গিত। এখন থেকেই শীতবস্ত্র, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের সুরক্ষায় প্রস্তুতি নেওয়া জরুরি।
রাজশাহীর এই প্রথম কুয়াশাচ্ছন্ন সকাল যেন শুধু শীতের বার্তাই নয়, বরং প্রকৃতির স্নিগ্ধ রূপেরও আহ্বান।

রাজশাহীর প্রকৃতিতে নেমে এসেছে এ বছরের প্রথম কুয়াশা। গত সোমবার ভোর থেকেই শহর ও আশপাশের উপজেলাজুড়ে দেখা গেছে ঘন কুয়াশার আবরণ। রাজশাহী-নওগাঁ মহাসড়ক, চারঘাট, পবা, বাগমারা ও পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থানে দিনে যানবাহন চলতে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশা ভেদ করে ছুটেছে মানুষ, কেউ কর্মস্থলে, কেউ স্কুলে বা হাটে-মাঠে। প্রকৃতির এই পরিবর্তন জানান দিচ্ছে শীত আসছে।
মহানগরীর উপকণ্ঠে দেখা যায় শিশিরভেজা ঘাসে খেলে বেড়ানো শিশুদের, যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে উপভোগ করছে মৌসুমের প্রথম সকাল। কুয়াশার চাদর ভেদ করে সোনালি সূর্য যেন মৃদু হাসছে। মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দু, ধূসর আকাশ মিলেমিশে এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করছে।
মহানগরীর রেলগেট এলাকার শ্রমিক আবদুল ইয়ামিন বলেন, আজকের সকালেই প্রথমবার শীতের আমেজ অনুভব করলাম। হাত-পা ঠাণ্ডা লাগছে।
গণকপাড়া বাজারের গরম কাপড়ের দোকানি মিজানুর রহমান জানান, প্রতিবছর কুয়াশা শুরু হতেই মানুষ শীতের পোশাক খুঁজতে বাজারে আসে। আশা করছি আজ থেকে সোয়েটার, চাদর, জ্যাকেটের বিক্রি শুরু হবে। আগামী এক সপ্তাহের মধ্যে বিক্রি আরো বাড়বে বলে আশা করছি।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, সোমবার ভোরে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ছিল ২৭ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। তিনি আরো বলেন, তাপমাত্রা এখন থেকে ধীরে ধীরে কমবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই উত্তরাঞ্চলে শীতের প্রভাব আরো স্পষ্ট হবে।
স্থানীয় বিশ্লেষক ও শিক্ষক নুরুল ইসলাম বলেন, রাজশাহীতে শীত সাধারণত দেরিতে নামে; কিন্তু এ বছর কিছুটা আগেই কুয়াশার দেখা মিলেছে। এটা মৌসুমি পরিবর্তনেরই ইঙ্গিত। এখন থেকেই শীতবস্ত্র, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের সুরক্ষায় প্রস্তুতি নেওয়া জরুরি।
রাজশাহীর এই প্রথম কুয়াশাচ্ছন্ন সকাল যেন শুধু শীতের বার্তাই নয়, বরং প্রকৃতির স্নিগ্ধ রূপেরও আহ্বান।

নির্বাচন কমিশন থেকে চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আসা চিঠিতে উল্লেখ করা হয়েছে দি কমিশন অর ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬-এর আওতায় ২০১৪, ২০১৮ এবং ২০২৪ এ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে উত্থাপিত অভিযোগের বিষয়ে পর্যালোচনাপূর্বক ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য...
১ ঘণ্টা আগে
পৌর বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। অভিযানে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহযোগিতা করেন।
৩ ঘণ্টা আগে
স্থানীয়রা জানান, সোহান কবির স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দলের প্রতিটি আয়োজনেই অংশ নেন। তবে রাজনৈতিক পরিচয়ের আড়ালে সে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্মে লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আপনারা বিএনপি, আওয়ামী লীগ,জাতীয় পার্টির ক্ষমতা ও শাসন দেখেছেন,একবার ইসলামী শাসন ব্যবস্থায় হাতপাখা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়ী করে দেখেন। আমরা ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসবো না।
৯ ঘণ্টা আগে