সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে শ্যামনগর উপজেলায় ৪৯৭ বোতল কোডিনযুক্ত মাদক উইন কোরেক্সসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার সাতক্ষীরা মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মিনাজ উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, শুক্রবার (০৯ জানুয়ারি) ভোর রাতে আনুমানিক ৩টা ৫০ মিনিটে শ্যামনগর থানাধীন ভেটখালী বাজার সংলগ্ন ব্রিজের নিচে ইট সলিং রাস্তার ওপর থেকে মোঃ আলমগীর হোসেন বাবু (৩৫) ও মোঃ জাহিদ হোসেন (২৪) নামের দুই মাদককারবারিকে আটক করা হয়। তারা উভয়েই মোঃ সবুর শেখের পুত্র এবং ভেটখালী গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার সাতক্ষীরা মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মিনাজ উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় মোট ৪৯৭ বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য উইন কোরেক্স। এর মধ্যে মোঃ আলমগীর হোসেন বাবুর হেফাজত থেকে ২৯৭ বোতল এবং মোঃ জাহিদ হোসেনের কাছ থেকে ২০০ বোতল উইন কোরেক্স জব্দ করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

