নরসিংদীতে ভিডিপি দলনেতার সাহসিকতায় তিন ছিনতাইকারী আটক

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৩: ১৯

অজ্ঞান করে মিশুক ছিনিয়ে নেয়ার সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি দলনেতাদের সাহসিকতায় প্রাণে বেঁচে গেলেন ইজিবাইক চালক।

বিজ্ঞাপন

জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯ ঘটিকায় শিলমান্দী ইউনিয়ন দলনেতা কাইয়ুম মিয়া এবং নরসিংদী পৌরসভার ৩নং ওয়ার্ড দলনেতা আরিফুল ইসলাম জেলা আনসার ভিডিপি কার্যালয়ে আসার পথে দেখেন ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল বাজাজ মোটরবাইক শোরুমের বিপরীত পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে ব্যাটারিচালিত ইজিবাইক থেকে ফেলে দেয়া হয়। তখন ভিডিপি দলনেতারা ওই ব্যক্তির সাথে কথা বলে জানতে পারেন তার ইজিবাইক, নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে গেছে একটি চক্র।

তাৎক্ষণিক তারা মোটরসাইকেলযোগে প্রায় ১ কিলোমিটার ধাওয়া করে মিশুকসহ তিন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। পরে ঘটনাটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী সদর উপজেলা কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও জেলা কমান্ড্যান্ট এস এম আক্তারুজ্জামানকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ এসে ইজিবাইকচালক দরিগাঁও গ্রামের আতিকুর ও বাশগাড়ি গ্রামের সুজন মিয়া, ঘোড়াদিয়া গ্রামের হৃদয় মিয়া ও জোবায়ের হোসেন শাওনকে নরসিংদী জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে আটক করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত