গাজীপুরে ৮ দফা দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে কৃষি ডিপ্লোমা প্রশিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে সদর উপজেলার সালনা বাজার এলাকায় প্রায় ১ ঘণ্টা ধরে তারা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় শিক্ষার্থীরা পর্বসমাপনী পরীক্ষা বর্জন ও পূর্ব ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে।
অবরোধের ফলে মহাসড়কের প্রায় ৪–৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যানবাহনসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
শিক্ষার্থীদের প্রধান দাবিসমূহ হলো, ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান। বেসরকারি চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য ন্যূনতম ১০ম গ্রেড পে-স্কেল বাস্তবায়ন। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদানসহ মোট ৮ দফা দাবি।
প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া ও সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

