নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী মনির ওরফে ফাইটার মনিরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টায় গলাচিপা এলাকায় সন্ত্রাসী জাহিদের আস্তানায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ফাইটার মনির মাসদাইর এলাকার মো. সাইদুর রহমানের ছেলে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, কুখ্যাত সন্ত্রাসী জাহিদের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় জাহিদকে না পেলেও তার সহযোগী ফাইটার মনিরকে গ্রেপ্তার করা হয়। এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়েছে। দুই ঘন্টাব্যাপী এ অভিযান শেষে ২টি স্টিলের বড় ছোড়া, ১টি হাতলবিহীন স্টিলের রামদা, ৩টি বড় দা, ১টি ডেগার, ১টি সামুরাই, ৬টি বড় ছোরা, ২টি ছোট ছোড়া, ১টি বড় চাপাতি, ১টি ছোট চাপাতি, ১টি করাত, ১টি বড় হাতুড়ি, ১টি লোহা কাটার যন্ত্র, ৩টি লোহার পাইপ, ১টি সিপিইউ, ২টি মনিটর, ২৪ পুরিয়া গাঁজা এবং গাঁজা মাপার একটি ছোট মেশিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পলাতক জাহিদ হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

