
উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ হঠাৎ করেই ঝটিকা মশাল মিছিল করেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হঠাৎ ১০-১২ জন তরুণ মশাল হাতে সড়কে নেমে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” স্লোগান দিতে শুরু করে। মিছিলটি প্রায় দুই মিনিট স্থায়ী হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মিছিল শেষে রাতেই ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন পলাতক সন্ত্রাসী আজমেরী ওসমান, যিনি নারায়ণগঞ্জে একাধিক হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র মামলার আসামি। ভিডিওটি প্রকাশের পর স্থানীয়ভাবে বিষয়টি ব্যাপক আলোচনা হয়।
এ ঘটনার সঙ্গে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নামও উঠে এসেছে। তার নির্দেশেই মশাল মিছিলটি আয়োজন করা হয়। এর আগেও ফতুল্লার বিভিন্ন এলাকায় একই ধরনের ঝটিকা মিছিল ও প্রদর্শনী করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি অস্বীকার করে বলেন, ছাত্রলীগ বা অন্য কোনো সংগঠনের মশাল মিছিলের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।
তবে একাধিক গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে বৃহস্পতিবার রাতে ফতুল্লায় ঝটিকা মশাল মিছিল করা হয় এবং তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি ও উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যে সম্প্রতি এ ধরনের মিছিল বাড়ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ের এসব আকস্মিক মিছিল ও স্লোগান আওয়ামী লীগপন্থি কিছু গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি এবং মাঠের পরিস্থিতি নিজেদের পক্ষে রাখার প্রচেষ্টারই অংশ।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ মশাল মিছিল দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, “হঠাৎ দেখি কিছু ছেলে মশাল জ্বালিয়ে স্লোগান দিচ্ছে। পরে পুলিশ আসে, কিন্তু তারা ততক্ষণে চলে গেছে।”

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ হঠাৎ করেই ঝটিকা মশাল মিছিল করেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হঠাৎ ১০-১২ জন তরুণ মশাল হাতে সড়কে নেমে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” স্লোগান দিতে শুরু করে। মিছিলটি প্রায় দুই মিনিট স্থায়ী হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মিছিল শেষে রাতেই ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন পলাতক সন্ত্রাসী আজমেরী ওসমান, যিনি নারায়ণগঞ্জে একাধিক হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র মামলার আসামি। ভিডিওটি প্রকাশের পর স্থানীয়ভাবে বিষয়টি ব্যাপক আলোচনা হয়।
এ ঘটনার সঙ্গে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নামও উঠে এসেছে। তার নির্দেশেই মশাল মিছিলটি আয়োজন করা হয়। এর আগেও ফতুল্লার বিভিন্ন এলাকায় একই ধরনের ঝটিকা মিছিল ও প্রদর্শনী করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি অস্বীকার করে বলেন, ছাত্রলীগ বা অন্য কোনো সংগঠনের মশাল মিছিলের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।
তবে একাধিক গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে বৃহস্পতিবার রাতে ফতুল্লায় ঝটিকা মশাল মিছিল করা হয় এবং তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি ও উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যে সম্প্রতি এ ধরনের মিছিল বাড়ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ের এসব আকস্মিক মিছিল ও স্লোগান আওয়ামী লীগপন্থি কিছু গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি এবং মাঠের পরিস্থিতি নিজেদের পক্ষে রাখার প্রচেষ্টারই অংশ।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ মশাল মিছিল দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, “হঠাৎ দেখি কিছু ছেলে মশাল জ্বালিয়ে স্লোগান দিচ্ছে। পরে পুলিশ আসে, কিন্তু তারা ততক্ষণে চলে গেছে।”

শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্ট্যাডিজ অনুষদের সামনে থেকে একটি র্যালি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে ইবি থানা সংলগ্ন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তরে এসে শেষ হয়।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুর-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সমর্থনে আজ (৭ নভেম্বর) এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও চাঁদপুর জেলা সেক্রেটারি মো. শাহজাহান মিয়া ব্যাপক গণসংযোগ করেছেন।
১ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের বিষয়ে আশঙ্কা কখনোই ছিল না। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। প্রথম থেকে একই কথা বলে আসছি, নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারোর নেই।
২ ঘণ্টা আগে