আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিহত সমন্বায়ক পিতার দাফন পরবর্তী সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

নিহত সমন্বায়ক পিতার দাফন পরবর্তী সড়ক অবরোধ

কক্সবাজারের ঈদগাঁওয়ে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত সমন্বায়ক সাদিদুল হুদা চৌধুরীর পিতা হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ কালুর লাশ ময়নাতদন্ত শেষে শনিবার আছরের নামাজের পর দাফন করা হয়।

বিজ্ঞাপন

দাফন পরবর্তী সন্ধ্যা সাতটার দিকে বৈষম্য বিরোধী ছাত্রজনতা অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ঈদগাঁও বাস স্টেশন থেকে বিক্ষোভ মিছিল থানার সামনে মহাসড়কের উপর অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা খুনের ঘটনার জন্য থানার ওসির নিষ্ক্রিয়তাকে দায়ী করে বলেন, নিহতের পরিবার উক্ত বিরোধের বিষয়ে ওসিকে বারবার অবগত করলেও তিনি গুরুত্ব দেননি। এমনকি ঘটনার দিন দুপুরে প্রথম দফা ঘটনার পরও পুলিশকে কোন ভূমিকা নিতে দেখা যায়নি।

এ সময় বিক্ষোভকারীদের মধ্যে জাতীয় নাগরিক কমিটির সদস্য তারেকুর রহমান,এড.মোবারক সাঈদ ও এড.এস কে ফারুকি গণমাধ্যমকে বলেন,তাদের সহযোদ্ধার পিতার খুনিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসী রাজ্জাক চেয়ারম্যানসহ অন্য খুনিদের গ্রেফতারে ব্যর্থ হলে ওসি মোহাম্মদ মশিউর রহমানকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় ছাত্রজনতা বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে সেনাবাহিনীর একটি দল অবরোধস্থলে পৌঁছে উত্তেজিত ছাত্র জনতার দাবি শুনেন এবং তড়িৎ খুনিদের গ্রেফতারে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ:মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে জানান,নিহতের পরিবার এখনো এজাহার দেননি তবে ঘাতকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার(১৪ মার্চ )রাত পৌনে দশটার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শিকদার পাড়ায় জায়গা বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে জুলাই অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি সদিদুল হুদা চৌধুরীর পিতা হাবিবুল হুদা চৌধুরী নিহত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন