
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

বাংলাদেশের বিরুদ্ধে ভয়ংকর ষড়যন্ত্র চলছে, যা প্রতিহত করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীপুত্র শামীম সাঈদী। তিনি বলেন, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সবাইকে মিলে এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তবে ভয়াবহ পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে।
শনিবার জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও-১ আসন কর্তৃক সালন্দর কামিল মাদরাসা মাঠে আয়োজিত উলামা-মাশায়েখ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের আকাশে যে কালো মেঘ ছিল, তা কিছুটা সরে গেছে; কিন্তু আবার ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। যদি আবার সেই অন্ধকার ফিরে আসে, তবে আমরা ঐক্যবদ্ধ না থাকলে প্রতিরোধ করা সম্ভব হবে না। নিজেদের নিরাপত্তা ও দেশের স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই।
তিনি আরো বলেন, এ দেশের মাটিকে ভালোবেসে যদি প্রয়োজন হয়, তবে আবারও কারাবরণ করব, আবারও রক্ত দেব। প্রয়োজন হলে জীবন দিতেও প্রস্তুত আছি। এই লড়াই চলমান থাকবে।
ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে ভোট চেয়ে শামীম সাঈদী বলেন, দেলাওয়ার হোসেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, এমন যোগ্য ও নীতিবান মানুষ এখন বিরল। তিনি নির্যাতিত হলেও আদর্শে অটল থেকেছেন। তাই তিনিই এই আসনের যোগ্য প্রার্থী।
নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমরা নারীদের সম্মান করি, মর্যাদা দিই। তাই সঠিক সিদ্ধান্ত নিন আপনারা নামাজি, সৎ ও শরিয়াহ মান্য করা নেতাদের পাশে থাকবেন, নাকি দুর্নীতিবাজদের পাশে থাকবেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন। তিনি বলেন, সুদ, ঘুস ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে জামায়াতে ইসলামীকেই দায়িত্ব দিতে হবে। দেশের প্রকৃত পরিবর্তন জামায়াতের হাত ধরেই সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ। সভা সঞ্চালনা করেন শহর আমির অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীম। বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, বর্তমান জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান ও জেলা উলামা-মাশায়েখ পরিষদ সভাপতি মাওলানা ফজলে রাব্বী মোর্তজাবী প্রমুখ।

বাংলাদেশের বিরুদ্ধে ভয়ংকর ষড়যন্ত্র চলছে, যা প্রতিহত করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীপুত্র শামীম সাঈদী। তিনি বলেন, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সবাইকে মিলে এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তবে ভয়াবহ পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে।
শনিবার জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও-১ আসন কর্তৃক সালন্দর কামিল মাদরাসা মাঠে আয়োজিত উলামা-মাশায়েখ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের আকাশে যে কালো মেঘ ছিল, তা কিছুটা সরে গেছে; কিন্তু আবার ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। যদি আবার সেই অন্ধকার ফিরে আসে, তবে আমরা ঐক্যবদ্ধ না থাকলে প্রতিরোধ করা সম্ভব হবে না। নিজেদের নিরাপত্তা ও দেশের স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই।
তিনি আরো বলেন, এ দেশের মাটিকে ভালোবেসে যদি প্রয়োজন হয়, তবে আবারও কারাবরণ করব, আবারও রক্ত দেব। প্রয়োজন হলে জীবন দিতেও প্রস্তুত আছি। এই লড়াই চলমান থাকবে।
ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে ভোট চেয়ে শামীম সাঈদী বলেন, দেলাওয়ার হোসেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, এমন যোগ্য ও নীতিবান মানুষ এখন বিরল। তিনি নির্যাতিত হলেও আদর্শে অটল থেকেছেন। তাই তিনিই এই আসনের যোগ্য প্রার্থী।
নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমরা নারীদের সম্মান করি, মর্যাদা দিই। তাই সঠিক সিদ্ধান্ত নিন আপনারা নামাজি, সৎ ও শরিয়াহ মান্য করা নেতাদের পাশে থাকবেন, নাকি দুর্নীতিবাজদের পাশে থাকবেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন। তিনি বলেন, সুদ, ঘুস ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে জামায়াতে ইসলামীকেই দায়িত্ব দিতে হবে। দেশের প্রকৃত পরিবর্তন জামায়াতের হাত ধরেই সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ। সভা সঞ্চালনা করেন শহর আমির অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীম। বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, বর্তমান জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান ও জেলা উলামা-মাশায়েখ পরিষদ সভাপতি মাওলানা ফজলে রাব্বী মোর্তজাবী প্রমুখ।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেছেন, সাংবাদিকদের দলীয় দাসত্ব থেকে বেরিয়ে আসতে হবে। নিজের দলের আদর্শের অনুসারী সরকার থাকলেও চোখে চোখ রেখে অধিকারের প্রশ্নে কথা বলার সৎ সাহস থাকতে হবে।
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক কারবারি স্বপন মিয়া (৩৪) অবশেষে পুলিশের অভিনব কৌশলের ফাঁদে ধরা পড়েছেন।শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, স্বপন মিয়া দীর্ঘদিন ধরে
২ ঘণ্টা আগে
আমার দেশ-এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বেলা সোয়া ৩টার দিকে নগরীর শিববাড়ি মোড়ের সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
এ সময় দুর্বৃত্তরা বেশকিছু নাট খুলে ফিশপ্লেট আলাদা করে সিগন্যাল বাতির সাথে বাঁকা করে বেঁধে দেয়। খবর পেয়ে জিআরপি, পুলিশ ও রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ করায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। স্থানীয়রা জানায়, গেটম্যান আমিনুল ইসলাম সকালে দায়িত্ব পালনে গিয়ে রেললাইনের ওপর এক টুকর
২ ঘণ্টা আগে