পাবনা-৩ আসনে (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) বিএনপির মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিল করে স্থানীয় প্রার্থীকে মনোনয়নের দাবি জানিয়েছে একদল নেতাকর্মী। এ দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন দলটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
সোমবার রাতে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মশাল মিছিল বের করেন বিএনপির একদল নেতাকর্মী। মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বড়ালব্রিজ খেলার মাঠে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে ‘বহিরাগত প্রার্থী’ বলে উল্লেখ করেন। তারা বলেন, আমরা বহিরাগত কোনো প্রার্থীকে মানব না। যদি তাকে দলের মনোনয়ন দিতেই হয়, তবে দেশের অন্য এলাকায় দেওয়া হোক। আসনটিতে সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম কিংবা হাসাদুল ইসলাম হীরাকে মনোনয়ন দিতে দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন-উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান লিটন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম নুর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমদ শরীফ, মন্ডতোষ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আকরাম আলী মাস্টার, দিলপাশার ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েখ আবু সায়েম প্রমুখ।

