ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ও দায়ীদের গ্রেফতারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা। শুক্রবার জুম্মার নামাজের পর শহরের শহীদ স্মৃতি অম্লান চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ হলে একই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেয় বিক্ষুব্ধরা। এ সময় ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না; 'বয়কট বয়কট, ভারত বয়কট’ এসব শ্লোগানে রাজপথ উত্তপ্ত করে তোলেন তারা। এসময় তারা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান।
প্রতিবাদ সভায় সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল মুনতাকিম, শহর শরফুদ্দিন খান, বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, ছাত্রনেতা শাকিল চৌধুরী, এনসিপির সৈয়দপুর উপজেলা সদস্য সচিব আজাদ হোসেন, আমার দেশ পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি সাহাবাজ উদ্দিন সবুজ, ছাত্রদল নেতা জাবেদ আলম, ছাত্রশিবির সৈয়দপুর উপজেলা সভাপতি হাফিজুল ইসলাম, সমন্বয়ক সোয়েব, একরামুল, সায়মন, রনি প্রমুখ বক্তব্য রাখেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

