আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধর্ষণে সেঞ্চুরি, প্রশ্নপত্র ফাঁস, নকলের মহোৎসব আর অটোপাসে

আ.লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল: আলতাফ চৌধুরী

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী
আ.লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল: আলতাফ চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি, প্রশ্নপত্র ফাঁস, নকলের মহোৎসব ও অটো পাসের মাধ্যমে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় স্থানীয় শিক্ষক সমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ শিক্ষা নীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দেশ থেকে পালিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, “দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা বলেছেন—একটি জাতিকে ধ্বংস করতে চাইলে বোমা ও রকেটের প্রয়োজন নেই, তাদের শিক্ষাকে ধ্বংস করে দাও। আমাদের দেশি ও বিদেশি শত্রুরা গত ১৫ বছর ধরে সেই কাজটিই করেছে।’

সভায় সভাপতিত্ব করেন সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আকতার উদ্দিন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন—বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম সিকদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম হাওলাদার, ময়দা ছালিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সত্তার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কেএম আব্দুর রাজ্জাক ও শিক্ষক নেতা আব্দুল মান্নান লোটাস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. খাইরুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সুবিদখালী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজি, দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, সাবেক কোষাধ্যক্ষ মো. নুরু মৃধা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. ফিরোজ আলম গোলদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন চৌধুরী পাশা, সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও ছাত্রদলের আহ্বায়ক আবুল বাসার মোখলেস প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন