কুমিল্লা নগরীর চকবাজার কাপড়িয়াপট্রি এলাকায় সোমবার বিকেলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। কুমিল্লা- ৬ আসনে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী ও মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
মনিরুল হক চৌধুরীর অনুসারীরা বলেন, শান্তিপূর্ণ মিছিলে হাজী আমিনুর রশিদ ইয়াছিনের অনুসারীরা পরিকল্পিতভাবে হামলা করে এবং ককটেল বিস্ফোরণ করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে ।
হাজী ইয়াছিনের অনুসারীরা বলেন, তারা শান্তিপূর্ণ লিফলেট বিতরণ করছিল । এমন সময় কিছু লোক তাদের উপর হামলা করলে । তারাও পাল্টা হামলা করে ।
মনিরুল হক চৌধুরী বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে তারেক জিয়ার ধানের শীষ এগিয়ে যাবে। কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে এই আসন তারেক জিয়াকে উপহার দিতে চাই। আমি সদর দক্ষিণকে যেমন সাজিয়েছি তার চেয়ে আরো হাজারগুণ সুন্দর করে কুমিল্লা মহানগরকে সাজাবো।
তিনি আরো বলেন, আমাদের দল বিএনপি, আমাদের নেতা তারেক রহমান, আমাদের নির্বাচনি মার্কা ধানের শীষ। এই ধানের শীষের বিপক্ষে যারাই আসবে আমরা দলবদ্ধভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।
এই বিষয়ে মনোনয়ন বঞ্চিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিনকে ফোন করা হলে তিনি অসুস্থতার জন্য কথা বলতে পারেননি।
বিএনপির গণ মিছিলে যোগ দেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ অন্যান্য নেতাকর্মীরা।
কুমিল্লা- ৬ আসনে (আদর্শ সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট) বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে । এই আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিনকে না দেয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, নগরীর চকবাজার এলাকায় দুই গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ঘটে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

