কক্সবাজারে হয়ে গেল আকিজবশির গ্লাসের ‘টপ ডিলার্স মিট ২০২৫’

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৮: ৪৭

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শীর্ষ ডিলারদের নিয়ে কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘টপ ডিলার্স মিট ২০২৫', যার মূল চেতনা ছিল – ‘Power of Partnership: Promise of Progress’।

এই আয়োজনের মাধ্যমে 'আকিজবশির গ্লাস' - গ্লাস শিল্পে তাদের অংশীদারদের অবদান, আস্থা ও একসাথে এগিয়ে চলার শক্তিকে সম্মান জানিয়ে শীর্ষ ডিলারদের অসাধারণ অর্জনের জন্য পুরস্কার প্রদান করেছে। সবাইকে সঙ্গে নিয়ে একসাথে সাফল্যের শিখরে পৌঁছানোর লক্ষ্যে এগিয়ে চলাই ছিল এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু।

বিজ্ঞাপন

এই আয়োজনে উপস্থিত ছিলেন আকিজবশির গ্রুপের সিওও, মোহাম্মাদ খোরশেদ আলম, আকিজবশির গ্লাসের সিনিয়র জেনারেল ম্যানেজার, আবদুহু সুফি ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শীর্ষ শীর্ষ ডিলারগণ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত