কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করল বিজিবি

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৩: ১২

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি এবং মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। আটকের বিষয়টি নিশ্চিত কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ।

বিজ্ঞাপন

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে। শনিবার বিকেল পাঁচটায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি এবং সাড়ে এগারোটায় আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্তের ৮ কিলোমিটার বাংলাদেশের ভেতরে বুড়িচং এবং আদর্শ সদর উপজেলা পাঁচথুবি নামক স্থানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৩২৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি, ১৮০ পিস শাল এবং ১ হাজার ৭১৪ পিস মোবাইল ডিসপ্লে আটক করে। যার মূল্য ১ কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত