পৌনে দুই কোটি টাকার ভারতীয় মালামালসহ কাভার্ড ভ্যান জব্দ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১২: ৪৮

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লেসহ মিনি কাভার্ড ভ্যান জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) । অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাত সাড়ে দশটায় বুড়িচং উপজেলা কামারখাড়া এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।‌

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে । অভিযানে বিজিবির সদস্যরা কুমিল্লা সীমান্তের ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কামারখাঁড়া জোড়া ব্রিজ নামক স্থান থেকে মালিক বিহীন অবস্থায় ৯০১ পিস অবৈধ ভারতীয় শাড়ি, ১ হাজার ৪৯৭ পিস বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লে এবং ০১ টি মিনি কাভার্ড ভ্যানসহ জব্দ করে। যার মূল্য ১ কোটি ৭৪ লাখ ৩২ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত