আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুদকের মামলায় কক্সবাজারের সাবেক চেয়ারম্যানের কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো

দুদকের মামলায় কক্সবাজারের সাবেক চেয়ারম্যানের কারাদণ্ড
ছবি: আমার দেশ।

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছারকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১৩ লাখ ২৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জজ কোর্টে অবস্থিত বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি নুরুল আবছার আদালতে উপস্থিত ছিলেন না।

বিষয়টি নিশ্চিত করে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম রনি জানান, আসামি বর্তমানে পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতে আদালত রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, নুরুল আবছার ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে পৌরসভার বিভিন্ন ব্যাংক হিসাব থেকে ৯০টি চেকের মাধ্যমে মোট ৩৩ লাখ ৬৬ হাজার টাকা উত্তোলন করেন। তবে উত্তোলিত অর্থের বিপরীতে কোনো নির্দিষ্ট প্রকল্প, কাজের বিবরণ কিংবা বৈধ হিসাব উপস্থাপন করতে ব্যর্থ হন তিনি।

এ মামলায় দুর্নীতি দমন কমিশনের পক্ষে মোট ১৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। অপরদিকে আসামিপক্ষ থেকে ৫ জন সাফাই সাক্ষী উপস্থাপন করা হয়।

এজাহার সূত্রে আরো জানা যায়, পৌরসভার তহবিল থেকে পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক ও এনসিএল ব্যাংকের বিভিন্ন হিসাব থেকে এসব অর্থ উত্তোলন করা হয়েছিল। বারবার লিখিত ও মৌখিকভাবে হিসাব তলব করা হলেও আসামি তা দাখিল করতে পারেননি।

আদালতের রায়ে উল্লেখ করা হয়, আসামি ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে পৌরসভার অর্থ আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৪০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, ১৯৯১ সালে কক্সবাজার থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলার বাদী ছিলেন তৎকালীন কক্সবাজার জেলা দুর্নীতি দমন কর্মকর্তা মো. নূর হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন