রোকন বাহিনীর শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৫: ৫৫

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সহিংসতা এড়াতে ও বাসিন্দাদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সমাবেশ করেছে স্থানীয়রা। শুক্রবার দুপুরে জঙ্গল সলিমপুরের খেঁজুরতলায় কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে বক্তারা বলেন, জঙ্গল সলিমপুরে খাস জমির টোপ দিয়ে জুজুর ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে একটি সন্ত্রাসী চক্র। তবে তাদেরকে আর চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না। অসহায় ছিন্নমূল মানুষকে পুঁজি করে যারা অপরাধ করছে তাদেরকে জনগণ ক্ষমা করবে না। এসময় তারা রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এতে বক্তব্য রাখেন আলী নগর বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, মো. ওমর ফারুক, নুরুল ইসলাম, নুরুল হক ভাণ্ডারী, মো. আল আমিন, মো. হাবিবসহ অন্যান্যরা।

সমাবেশে মো. ইয়াছিন বলেন, গত ৪ অক্টোবর ভোর ৫টায় জঙ্গল সলিমপুরের পার্শ্ববর্তী এলাকা আলীনগর এলাকায় সশস্ত্র সন্ত্রাসী রোকন উদ্দিন বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করে। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে নিরিহ এলাকাবাসীর ঘরবাড়িতে হামলা চালায়। হামলার ভয়াবহতা দেখে ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়া ধর্মপ্রাণ মুসল্লিরা আতঙ্কিত হয়ে পড়েন। এসময় এলাকাবাসীর প্রতিরোধের মুখে সশস্ত্র সন্ত্রাসীদের ১৫ জন সদস্য আটক হয়। পরবর্তীতে আটক হওয়া সন্ত্রাসীদেরকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসীরা দীর্ঘ দিন জঙ্গল সলিমপুরকে পুঁজি করে চাঁদাবাজি, পাহাড় কাটা, সালিশ বাণিজ্য, জমি দখল করে আসছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা না হলে আমরাই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত