সীতাকুণ্ডে কোরবানির গরুবাহী ট্রাক ছিনতাই

জহিরুল ইসলাম, সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ২১: ৫০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ট্রাক ভর্তি কোরবানির গরু লুট করে নিয়ে যায়।

রোববার গভীর রাতে চট্টগ্রামের গরু ব্যবসায়ী মাহফুজ আলম ট্রাকে করে ১২টি গরু কোরবানির পশুর হাটে বিক্রির উদ্দেশে চট্টগ্রাম সিডিএ মার্কেট নিয়ে যাচ্ছিলেন। গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি বগুলাবাজার এলাকায় পৌঁছালে ডাকাতরা ট্রাকটি আটকে গরুগুলো লুট করে নিয়ে যায়। লুট হওয়া এ গরুগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মাহফুজ সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে সোমবার ২৬ মে ভাটিয়ারি ইউনিয়নের বিএসবিএ হাসপাতাল সংলগ্ন রেললাইনের পাশ থেকে গরুগুলো উদ্ধার করে। ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য তানজিন হোসেন আমিন (৩৬) নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, 'ট্রাক ভর্তি কোরবানির গরু লুটের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১২টি গরু উদ্ধার করে এবং লুটের ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের একজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে চট্টগ্রাম জেল হাজতে পাঠায়।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত