আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাঠ্য বই কেলেঙ্কারিতে মামলা, সুপার-সভাপতিসহ ৪ জন কারাগারে

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

পাঠ্য বই কেলেঙ্কারিতে মামলা, সুপার-সভাপতিসহ ৪ জন কারাগারে

কক্সবাজারের ঈদগাঁওয়ে সরকারি পাঠ্যবই কেলেঙ্কারির ঘটনায় অবশেষে মামলা হয়েছে। এ মামলায় ইতোপূর্বে পুলিশ হেফাজতে নেয়া মাদ্রাসা সুপার (ভারপ্রাপ্ত) রুকন উদ্দিন, পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিন, বই ক্রেতা মো. ইমরান ও গাড়ি চালক আজমত আলীকে থানা পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব) ঈদগাঁও উপজেলা, তাদের বিরুদ্ধে ঈদগাঁও থানায় মামলা দায়ের করেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মছিউর রহমান মামলা দায়ের ও চারজনকে উক্ত মামলায় আদালতে সোপর্দের সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান, এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট রাতের আধারে সরকারি পাঠ্যবই অবৈধভাবে বিক্রিকালে স্থানীয় জনতা গাড়িসহ জব্দ করে থানায় সোপর্দ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন