২৯ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল জেএএম সংস্থা

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২: ২৫
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২: ৩১

আলহাজ গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ৯৯২ পরীক্ষার্থীদের মধ্যে সেরা গ্রেডে উত্তীর্ণ ২৯ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। জেএএম সংস্থা কর্তৃক পরিচালিত অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় শনিবার এ বৃত্তি দেওয়া হয়।

সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজির আহমদের সভাপতিত্বে ও বাশিস চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোবারক আলীর সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে আসলাম চৌধুরী বলেন, গর্ব করার মতো ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সময়ের দাবি। এজন্য সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। স্বপ্ন অনেক বড় থাকবে। ধাপে ধাপে এ লক্ষ্য অর্জনে কঠিন দৃঢ় প্রত্যয়ী মনোভাবে এগিয়ে যেতে হবে। সফলতা সহজলভ্য কিছু নয়, প্রয়োজন সদিচ্ছা এবং লক্ষ্য বাস্তবায়নের প্রবল ইচ্ছা শক্তি। এখানে পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক অসচ্ছলতা বাধা হয় না।

বিজ্ঞাপন
amardesh

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ভিসি অধ্যাপক ড. মো. ওবাইদুল করিম, বাশিস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি তৌহিদুল ইসলাম টিপু, ডা. কমল কদর, জয়নাল আবেদীন দুলাল, জাকির হোসেন, ছালে আহাম্মদ ছলু, জহুরুল আলম জহুর, ফজলুল করিম চৌধুরী ও বখতিয়ার উদ্দিন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত