আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার
ছবি: আমার দেশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার বিশেষ অভিযানে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. বাদশা ওরফে ছোট বাদশাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গ্রেপ্তার হওয়া আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার পুলিশের টিম রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযানে গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন, শাহরিয়ার ইমন (২৫), মো. মারুফ (২৫) ও মো. আকাশ (২২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তারকৃত মো. বাদশা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত (নম্বর–২৯৩)। তিনি এক্সেস রোডের ডবল মাডার মামলার আসামি। সে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী। এছাড়া তার বিরুদ্ধে বাকলিয়া থানায় দুটি দস্যুতা মামলাসহ মোট ১০টি নিয়মিত মামলা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...