চট্টগ্রাম ব্যুরো
পার্বত্য চট্টগ্রামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সংগঠক মাইকেল চাকমাকে আট বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে রাঙামাটির একটি আদালত।
গত বুধবার বিকেলে রাঙামাটির বিশেষ জজ আদালত-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক এ রায় দেন। একই মামলায় ইউপিডিএফের আরেক নেতা সুমন চাকমাকেও একই সাজা দেওয়া হয়।
সূত্র জানায়, ২০০৭ সালের ৩০ অক্টোবর লংগদু উপজেলার ভাইবোন ছড়া এলাকায় একটি চাঁদাবাজি ও চাঁদার দাবিতে একটি মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তে নেমে মাইকেল চাকমার সংশ্লিষ্টতা পায় পুলিশ। লংগদু থানার তৎকালীন এএসআই শরীফুল ইসলাম বাদী হয়ে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা, সুমন চাকমা ও প্রদীপ চাকমাকে আসামি করে অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে মামলা দায়ের করেন। দীর্ঘ ১৮ বছর ধরে বিচার চলার পর গত বুধবার আদালত মামলার রায় দেন। এতে মাইকেল ও সুমনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি মামলার ৩ নম্বর আসামি প্রদীপ চাকমাকে খালাস দেওয়া হয়।
উল্লেখ্য, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে ২০১৯ সালের ৯ এপ্রিল তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী লোকজন। দীর্ঘ ৫ বছর ধরে গুম থাকার পর জুলাই বিপ্লবে সরকার পতনের পর মুক্তি পান মাইকেল চাকমা। এরপর থেকে ঢাকায় অবস্থান করছেন তিনি। তার বিরুদ্ধে তিন পার্বত্য জেলার বিভিন্ন থানাসহ চট্টগ্রামের একটি থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মামলার রায় হয়েছে গত বুধবার।
পার্বত্য চট্টগ্রামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সংগঠক মাইকেল চাকমাকে আট বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে রাঙামাটির একটি আদালত।
গত বুধবার বিকেলে রাঙামাটির বিশেষ জজ আদালত-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক এ রায় দেন। একই মামলায় ইউপিডিএফের আরেক নেতা সুমন চাকমাকেও একই সাজা দেওয়া হয়।
সূত্র জানায়, ২০০৭ সালের ৩০ অক্টোবর লংগদু উপজেলার ভাইবোন ছড়া এলাকায় একটি চাঁদাবাজি ও চাঁদার দাবিতে একটি মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তে নেমে মাইকেল চাকমার সংশ্লিষ্টতা পায় পুলিশ। লংগদু থানার তৎকালীন এএসআই শরীফুল ইসলাম বাদী হয়ে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা, সুমন চাকমা ও প্রদীপ চাকমাকে আসামি করে অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে মামলা দায়ের করেন। দীর্ঘ ১৮ বছর ধরে বিচার চলার পর গত বুধবার আদালত মামলার রায় দেন। এতে মাইকেল ও সুমনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি মামলার ৩ নম্বর আসামি প্রদীপ চাকমাকে খালাস দেওয়া হয়।
উল্লেখ্য, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে ২০১৯ সালের ৯ এপ্রিল তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী লোকজন। দীর্ঘ ৫ বছর ধরে গুম থাকার পর জুলাই বিপ্লবে সরকার পতনের পর মুক্তি পান মাইকেল চাকমা। এরপর থেকে ঢাকায় অবস্থান করছেন তিনি। তার বিরুদ্ধে তিন পার্বত্য জেলার বিভিন্ন থানাসহ চট্টগ্রামের একটি থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মামলার রায় হয়েছে গত বুধবার।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
২২ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে