চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তাদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। বুধবার থেকেই কার্যত অচল প্রতিষ্ঠানটি। ফলে জট তৈরী হতে শুরু করেছে বন্দরের বিভিন্ন ইয়ার্ডে।
রোববার কাস্টমস সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত ঘোষণা করায় বুধবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি শুরু করে চট্টগ্রাম কাস্টম হাউজের কর্মকর্তারা। প্রতিদিন সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত কর্মবিরতি পালন করছে তারা। ৩টা থেকে ৫টা পর্যন্ত খাতা কলমে কাজ চললেও বাস্তবতা ভিন্ন। স্বল্প সময়ের মধ্যে দু’একটি বড় গ্রুপের শুল্কায়ন ছাড়া কোনো কাজই হচ্ছে না চট্টগ্রাম কাস্টম হাউজে। সিএণ্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু জানান, বন্দরের ভেতরে ও গেইটে কাস্টমস কর্মকর্তারা উপস্থিত থাকলেও মূল ভবনে কাজ না হওয়ায় আমদানি রপ্তানি কার্যক্রম থমকে গেছে। শুল্কায়ন বন্ধ থাকায় পণ্য ডেলিভারি নিতে পারছেন না আমদানীকারকরা। বেলা ৩ টার পর কাজ শুরু হলেও একযোগে দেশের সবকটি কাস্টমস সচল হওয়ায় সার্ভারে জটিলতা তৈরি হচ্ছে। এছাড়া কর্মকর্তারা আগের মতো আন্তরিক না হওয়ায় দু’ঘণ্টা সচল থাকলেও এসময় কোন কাজ হচ্ছে না। ফলে দৈনিক গড়ে এক হাজার থেকে ১২ শ’ করে কন্টেইনারেরজট তৈরি হচ্ছে বন্দরের অভ্যন্তরে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুখ জানান, বন্দরের জেটিতে পণ্য ওঠানামা স্বাভাবিক থাকলেও গেইটে ডেলিভারি বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে জট তৈরি হবে বন্দরে।
এমএস
চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তাদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। বুধবার থেকেই কার্যত অচল প্রতিষ্ঠানটি। ফলে জট তৈরী হতে শুরু করেছে বন্দরের বিভিন্ন ইয়ার্ডে।
রোববার কাস্টমস সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত ঘোষণা করায় বুধবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি শুরু করে চট্টগ্রাম কাস্টম হাউজের কর্মকর্তারা। প্রতিদিন সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত কর্মবিরতি পালন করছে তারা। ৩টা থেকে ৫টা পর্যন্ত খাতা কলমে কাজ চললেও বাস্তবতা ভিন্ন। স্বল্প সময়ের মধ্যে দু’একটি বড় গ্রুপের শুল্কায়ন ছাড়া কোনো কাজই হচ্ছে না চট্টগ্রাম কাস্টম হাউজে। সিএণ্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু জানান, বন্দরের ভেতরে ও গেইটে কাস্টমস কর্মকর্তারা উপস্থিত থাকলেও মূল ভবনে কাজ না হওয়ায় আমদানি রপ্তানি কার্যক্রম থমকে গেছে। শুল্কায়ন বন্ধ থাকায় পণ্য ডেলিভারি নিতে পারছেন না আমদানীকারকরা। বেলা ৩ টার পর কাজ শুরু হলেও একযোগে দেশের সবকটি কাস্টমস সচল হওয়ায় সার্ভারে জটিলতা তৈরি হচ্ছে। এছাড়া কর্মকর্তারা আগের মতো আন্তরিক না হওয়ায় দু’ঘণ্টা সচল থাকলেও এসময় কোন কাজ হচ্ছে না। ফলে দৈনিক গড়ে এক হাজার থেকে ১২ শ’ করে কন্টেইনারেরজট তৈরি হচ্ছে বন্দরের অভ্যন্তরে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুখ জানান, বন্দরের জেটিতে পণ্য ওঠানামা স্বাভাবিক থাকলেও গেইটে ডেলিভারি বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে জট তৈরি হবে বন্দরে।
এমএস
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে