চট্টগ্রাম কাস্টমসে কর্মবিরতি: আমদানি-রপ্তানি স্থবির

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ মে ২০২৫, ২০: ১৫

চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তাদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। বুধবার থেকেই কার্যত অচল প্রতিষ্ঠানটি। ফলে জট তৈরী হতে শুরু করেছে বন্দরের বিভিন্ন ইয়ার্ডে।

রোববার কাস্টমস সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত ঘোষণা করায় বুধবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি শুরু করে চট্টগ্রাম কাস্টম হাউজের কর্মকর্তারা। প্রতিদিন সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত কর্মবিরতি পালন করছে তারা। ৩টা থেকে ৫টা পর্যন্ত খাতা কলমে কাজ চললেও বাস্তবতা ভিন্ন। স্বল্প সময়ের মধ্যে দু’একটি বড় গ্রুপের শুল্কায়ন ছাড়া কোনো কাজই হচ্ছে না চট্টগ্রাম কাস্টম হাউজে। সিএণ্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু জানান, বন্দরের ভেতরে ও গেইটে কাস্টমস কর্মকর্তারা উপস্থিত থাকলেও মূল ভবনে কাজ না হওয়ায় আমদানি রপ্তানি কার্যক্রম থমকে গেছে। শুল্কায়ন বন্ধ থাকায় পণ্য ডেলিভারি নিতে পারছেন না আমদানীকারকরা। বেলা ৩ টার পর কাজ শুরু হলেও একযোগে দেশের সবকটি কাস্টমস সচল হওয়ায় সার্ভারে জটিলতা তৈরি হচ্ছে। এছাড়া কর্মকর্তারা আগের মতো আন্তরিক না হওয়ায় দু’ঘণ্টা সচল থাকলেও এসময় কোন কাজ হচ্ছে না। ফলে দৈনিক গড়ে এক হাজার থেকে ১২ শ’ করে কন্টেইনারেরজট তৈরি হচ্ছে বন্দরের অভ্যন্তরে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুখ জানান, বন্দরের জেটিতে পণ্য ওঠানামা স্বাভাবিক থাকলেও গেইটে ডেলিভারি বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে জট তৈরি হবে বন্দরে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত