অনুদান প্রদান অনুষ্ঠানে আসলাম চৌধুরী

সম্প্রীতির বন্ধন মজবুত রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১২

বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরী বলেছেন, সম্প্রীতির বন্ধন ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্প্রীতির এই বাংলাদেশে সকলের ধর্মীয় মতের প্রতি শ্রদ্ধা বজায় থাকবে আমরা এমনটাই প্রত্যাশা করি।

রোববার দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারীস্থ বাসভবনে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ব্যক্তিগত অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আসলাম চৌধুরী বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড আমার নির্বাচনী এলাকা৷ এখানেই হিন্দু ধর্মালম্বীদের অন্যতম বৃহৎ তীর্থস্থান। সম্প্রীতির বন্ধনে এক অনন্য অঞ্চল এই সীতাকুণ্ড। পুরো বাংলাদেশ তথা এখানেও সকল ধর্মের সকল মানুষের সমঅধিকার ভোগে রাষ্ট্রীয় কোনো বাধা নেই। এসময় তিনি উপজেলায় ৭১টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে তুলে দেন।

এসময় লায়ন আসলাম চৌধুরী বলেন, শারদীয় দূর্গাপূজায় সৌহার্দ্য ও সাম্প্রদায়ীক সম্প্রীতির বন্ধনকে মজবুত এবং বেগবান রাখার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সীতাকুণ্ড শান্তির জনপদ হিসেবে আনন্দ খুশির মধ্যে দিয়ে যাতে হিন্দু ভাইয়েরা তাদের পূজা সম্পাদন করতে পারেন সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত