চট্টগ্রামের লোহাগাড়ায় জালনোট চক্রের ৩ সদস্য আটক

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১২: ৪০

চট্টগ্রামের লোহাগাড়ায় থানার পুলিশ তল্লাশি চালিয়ে ৩১ হাজার টাকার জালনোটসহ চক্রের তিন সদস্যকে আটক করেছে।

বিজ্ঞাপন

শনিবার বিকাল সাড়ে চারটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি রেঞ্জ ফরেস্ট অফিস কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়। এ সময় জালনোটসহ তিনজনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন মোহাম্মদ মোদ্দাচ্ছির (২৫) ও তার বোন খাদিজা (১৭)। কক্সবাজার জেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ির নলবুনিয়াপাড়ার মৃত শওকত আলীর সন্তান তারা। অপরজন হালিমা আক্তার (১৮) কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১২-এর এইচ-১৩ আনোয়ার মাঝি ব্লকের ছলিমুল্লাহর মেয়ে।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, নিয়মিত অভিযানে ৩১ হাজার টাকার জালনোটসহ ৩ জনকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত জালনোটগুলো উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রির জন্য চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলেন তারা। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত