জেলা প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লা দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্কুল মাঠে কুরবানির পশুর হাটের তথ্য সংগ্রহ করায় দৈনিক আমার দেশ দেবিদ্বার উপজেলা প্রতিনিধিকে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালমন্দসহ বিভিন্ন হুমকি দেয় ইজারাদার রুহুল আমিন নামে বিএনপির এক নেতা।
জানা যায়, প্রশাসনের নির্দেশনা অমান্য করে কুমিল্লা দেবিদ্বারে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বসানো হচ্ছে কুরবানির গরু-ছাগলের হাট। এতে গরু-মহিষের পায়ে পিষ্ট হয়ে বিনষ্ট হচ্ছে স্কুলমাঠ। খানাখন্দে বৃষ্টির পানি জমে নষ্ট হচ্ছে পুরো মাঠের খেলার পরিবেশও। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কুরবানির পশুর হাটের তথ্য নিতে ইজারাদার রুহুল আমিন ভূইয়াকে ফোন করে দেবিদ্বার উপজেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক। মোবাইলে তথ্য চাইলে ইজারাদার রুহুল আমিন সাংবাদিক আবু বকর সিদ্দিককে সরাসরি দেখা করে তথ্য নিতে ডেকে আনেন দেবিদ্বার নিউমার্কেটস্থ রহমানিয়া মার্কেটের নিচ তলার একটি ট্রাভেল এজেন্সিতে। প্রবেশের পরপরই ইজারাদার রুহুল আমিন ভূইয়া সাংবাদিক আবু বকর সিদ্দিককে অকথ্য ভাষায় কথা বলেন। রুহুল আমিন বলেন, 'তোরা চাঁদাবাজ, চাঁদার জন্য আমাকে কল দিয়েছিস, সন্ধ্যার পর টের পাবি আমি কে!' - বলে একাধিকবার মারতে তেড়ে আসে।
এই বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন বলেন, '১০ হাজার বিদ্যালয়ের মাঠ মেরামত করার কথা বলে মাঠে পশুর হাট বসানোর অনুমতি পেয়েছি। কার অনুমতিতে বাজার বসিয়েছে জানতে চাইলে সাংবাদিক আবু বকরের সাথে কথা কাটাকাটি হয়েছে।'
এমএস
কুমিল্লা দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্কুল মাঠে কুরবানির পশুর হাটের তথ্য সংগ্রহ করায় দৈনিক আমার দেশ দেবিদ্বার উপজেলা প্রতিনিধিকে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালমন্দসহ বিভিন্ন হুমকি দেয় ইজারাদার রুহুল আমিন নামে বিএনপির এক নেতা।
জানা যায়, প্রশাসনের নির্দেশনা অমান্য করে কুমিল্লা দেবিদ্বারে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বসানো হচ্ছে কুরবানির গরু-ছাগলের হাট। এতে গরু-মহিষের পায়ে পিষ্ট হয়ে বিনষ্ট হচ্ছে স্কুলমাঠ। খানাখন্দে বৃষ্টির পানি জমে নষ্ট হচ্ছে পুরো মাঠের খেলার পরিবেশও। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কুরবানির পশুর হাটের তথ্য নিতে ইজারাদার রুহুল আমিন ভূইয়াকে ফোন করে দেবিদ্বার উপজেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক। মোবাইলে তথ্য চাইলে ইজারাদার রুহুল আমিন সাংবাদিক আবু বকর সিদ্দিককে সরাসরি দেখা করে তথ্য নিতে ডেকে আনেন দেবিদ্বার নিউমার্কেটস্থ রহমানিয়া মার্কেটের নিচ তলার একটি ট্রাভেল এজেন্সিতে। প্রবেশের পরপরই ইজারাদার রুহুল আমিন ভূইয়া সাংবাদিক আবু বকর সিদ্দিককে অকথ্য ভাষায় কথা বলেন। রুহুল আমিন বলেন, 'তোরা চাঁদাবাজ, চাঁদার জন্য আমাকে কল দিয়েছিস, সন্ধ্যার পর টের পাবি আমি কে!' - বলে একাধিকবার মারতে তেড়ে আসে।
এই বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন বলেন, '১০ হাজার বিদ্যালয়ের মাঠ মেরামত করার কথা বলে মাঠে পশুর হাট বসানোর অনুমতি পেয়েছি। কার অনুমতিতে বাজার বসিয়েছে জানতে চাইলে সাংবাদিক আবু বকরের সাথে কথা কাটাকাটি হয়েছে।'
এমএস
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২৩ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৯ মিনিট আগে