কুমিল্লায় আমার দেশ প্রতিনিধিকে বিএনপি নেতার হুমকি

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ০১ জুন ২০২৫, ২১: ২৬

কুমিল্লা দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্কুল মাঠে কুরবানির পশুর হাটের তথ্য সংগ্রহ করায় দৈনিক আমার দেশ দেবিদ্বার উপজেলা প্রতিনিধিকে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালমন্দসহ বিভিন্ন হুমকি দেয় ইজারাদার রুহুল আমিন নামে বিএনপির এক নেতা।

জানা যায়, প্রশাসনের নির্দেশনা অমান্য করে কুমিল্লা দেবিদ্বারে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বসানো হচ্ছে কুরবানির গরু-ছাগলের হাট। এতে গরু-মহিষের পায়ে পিষ্ট হয়ে বিনষ্ট হচ্ছে স্কুলমাঠ। খানাখন্দে বৃষ্টির পানি জমে নষ্ট হচ্ছে পুরো মাঠের খেলার পরিবেশও। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কুরবানির পশুর হাটের তথ্য নিতে ইজারাদার রুহুল আমিন ভূইয়াকে ফোন করে দেবিদ্বার উপজেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক। মোবাইলে তথ্য চাইলে ইজারাদার রুহুল আমিন সাংবাদিক আবু বকর সিদ্দিককে সরাসরি দেখা করে তথ্য নিতে ডেকে আনেন দেবিদ্বার নিউমার্কেটস্থ রহমানিয়া মার্কেটের নিচ তলার একটি ট্রাভেল এজেন্সিতে। প্রবেশের পরপরই ইজারাদার রুহুল আমিন ভূইয়া সাংবাদিক আবু বকর সিদ্দিককে অকথ্য ভাষায় কথা বলেন। রুহুল আমিন বলেন, 'তোরা চাঁদাবাজ, চাঁদার জন্য আমাকে কল দিয়েছিস, সন্ধ্যার পর টের পাবি আমি কে!' - বলে একাধিকবার মারতে তেড়ে আসে।

এই বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন বলেন, '১০ হাজার বিদ্যালয়ের মাঠ মেরামত করার কথা বলে মাঠে পশুর হাট বসানোর অনুমতি পেয়েছি। কার অনুমতিতে বাজার বসিয়েছে জানতে চাইলে সাংবাদিক আবু বকরের সাথে কথা কাটাকাটি হয়েছে।'

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত