ফেনীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ জেএসডি সাধারণ সম্পাদকের

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০২: ৫৭

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

সোমবার রাতে তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের চানপুর গ্রামে শনিবার ভোররাতে সংঘটিত দূর্ধর্ষ ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, “দেশে মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন ভয়াবহ ডাকাতির ঘটনা প্রমাণ করে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে নেমে গেছে। স্থানীয় জণগণ প্রশাসনের কার্যকর উদ্যোগের শীতলতার অভিযোগ করছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত শনিবার ভোর রাতে আজিজ উল্যা মাস্টারের বাড়িতে ডাকাত দল হানা দিয়ে ৭০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আব্দুল মতিন চৌধুরী,হামিদুল হক মিয়া,মাওলানা সাইফুল ইসলাম,তাজ উদ্দীন আজাদ প্রমুখ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত