দুর্নীতির অভিযোগে দায়ের করা একটি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল আবছারকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। দন্ড ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত থাকায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
বুধবার কক্সবাজারের বিশেষ জজ আদালতের বিচারক এই রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ওই রায় ঘোষণা করেছেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন।
মামলার বিবরণে বলা হয়, কক্সবাজার পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে নুরুল আবছার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জন এবং বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এসব অপরাধে দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আদালত এই রায় ঘোষণা করেন।
কক্সবাজার দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন সাংবাদিকদের বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে দুর্নীতির বিরুদ্ধে আইনের শাসন কার্যকর আছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

