আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রযুক্তি ব্যবহার করলে ভূমি জটিলতা কমে যাবে

জেলা প্রতিনিধি, ফেনী
প্রযুক্তি ব্যবহার করলে ভূমি জটিলতা কমে যাবে

ভূমি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ভূমি সংক্রান্ত ভোগান্তি অনেকাংশে কমে যাবে। আধুনিক প্রযুক্তির যুগে আমরা নিজেদের মানিয়ে না চললে দৈনন্দিন কাজকর্ম দুরূহ হয়ে পড়বে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে ‘অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আলী ইমাম মজুমদার বলেন, শতকরা নব্বই ভাগ বিরোধ ভূমি জটিলতার কারণেই হয়ে থাকে। আমরা খুব কমই এর প্রতিকার দিতে পারছি, কারণ আমাদের কাছে খুব অল্প সংখ্যক মানুষই আসতে পারেন। তিনি সরকারি কর্মকর্তাদের অনিয়মের বিষয়ে নাগরিক নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, যারা ভালো কাজ করেন, তাদের সমর্থন করা উচিত এবং যারা অনিয়মের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

অটোমেটেড ভূমি সেবা সিস্টেম প্রসঙ্গে তিনি বলেন, এই পদ্ধতিতে কোনো ভুল হবে না, এমন কোনো নিশ্চয়তা নেই। মেশিনের পেছনে যে মানুষটি থাকবে, তাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। এজন্য আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপি আমাদের সহায়তায় এগিয়ে এসেছে, যা আমাদের ভালোভাবে কাজে লাগাতে হবে।

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। ফেনী জেলা প্রশাসন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ভূমি মন্ত্রণালয় এবং ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে এই কর্মশালা আয়োজন করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন