আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী বদাফুলা আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী বদাফুলা আটক
ছবি: আমার দেশ।

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ ধরা পড়েছেন, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ও শীর্ষ সন্ত্রাসী শামসুল হক ওরফে বদাফুলা। সোমবার বিশেষায়িত ফোর্স ‘সোয়াডস’ মধ্যরাতে টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার ঘর তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল, পিস্তলের ৩ রাউন্ড তাজা গোলা, শর্টগানের ২ রাউন্ড তাজা গোলা এবং ১টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে নৌবাহিনী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

নৌবাহিনী জানিয়েছে, দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিরবচ্ছিন্নভাবে অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে রোববার দিনগত মধ্যরাতে টেকনাফ উপজেলার নাজিড়পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

নৌবাহিনীর দাবি, টেকনাফ নৌ কন্টিনজেন্ট ও বিশেষায়িত ফোর্স ‘সোয়াডস’ যৌথভাবে এই অভিযানে রাতে আঁধারে ধাওয়া করে শীর্ষ সন্ত্রাসী শামশুল হককে আটক করতে সক্ষম হয়।

আটক সন্ত্রাসীর দেয়া তথ্যের ভিত্তিতে তার তরমুজ ক্ষেতের ছাপড়ি ঘর তল্লাাশি করে ২টি বিদেশি পিস্তল, পিস্তলের ৩ রাউন্ড তাজা গোলা, শর্টগানের ২ রাউন্ড তাজা গোলা এবং ১টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।

থানা পুলিশ সূত্রে নৌবাহিনী জানতে পেরেছে, আটক শীর্ষ সন্ত্রাসী শামশুল হক দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানুষকে জিম্মি করে অর্থ আদায় ও জোরপূর্বক জমিদখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে।

আটক সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে কক্সবাজারসহ দেশের ৮টি জেলার অন্তর্ভুক্ত ১৬টি সংসদীয় এলাকায় ২৫টি কন্টিনজেন্টে অন্তত ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...