মহাসড়ক অবরোধ করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের আসন পুনর্বহালের দাবি

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২: ৪৮

গাজীপুর-৬ (টঙ্গী-গাছা-পূবাইল) আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। টঙ্গী স্টেশনরোড, কলেজ গেট এবং এশিয়া পেট্রোলপাম্প এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ তৈরি করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারি যাত্রী সাধারণ।

বিজ্ঞাপন

বুধবার সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত অবরোধকালে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং মহাসড়কে শুইয়ে অবরোধ তৈরি করেন বিক্ষুব্ধরা। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল স্থবির যায়। বিক্ষুব্ধরা এসময় হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারেরও পদত্যাগ দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর-৬ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, সালাহ উদ্দিন সরকার, জামায়তে ইসলামী এমপি প্রার্থী ড. হাফিজুল রহমান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম পাপ্পু সরকার, আরিফ হোসেন হাওলাদার, প্রভাষক বশির আহমেদ, হাজী জসিম উদ্দিন বাট, সরকার জাবেদ আহমেদ সুমন, আব্দুর রহিম খান কালা, অ্যাডভোকেট শাহিন মোল্লা, পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, গাজীপুর- ৬ আসন পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোনলের ডাক দেয়া হবে। এতে টঙ্গী-গাজীপুর থেকে উত্তরবঙ্গের সাথে সবধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত