আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘আমার বাঁচার অধিকার নাই’ লিখে আত্মহত্যা করলেন তরুণী

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর
‘আমার বাঁচার অধিকার নাই’ লিখে আত্মহত্যা করলেন তরুণী

প্রেমিকের প্রতারণায় গভীর বেদনা থেকে- ‘আমার বাঁচার অধিকার নাই। ভালো থেকো তুমি তুমার মহারানী তানিয়াকে নিয়ে’ চিরকুট লিখে গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাড়ির জানালার গ্রিলে ওড়না পেঁচিয়ে আত্মঘাতী হলেন পোশাকশ্রমিক এক তরুণী।

বিজ্ঞাপন

শনিবার গভীর রাতে উপজেলার জৈনা বাজার এলাকার একটি বহুতল ভবনের দোতলা থেকে ২০ বছর বয়সী তানজিনা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, রাত সাড়ে ১১টায় খবর পেয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে তানজিনাকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন পুলিশ। পাশে বিছানার ওপর ছিল একটি চিরকুট। তাতে তিনি লিখেছেন, "আমি নিজের ইচ্ছায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছি। এর জন্য আমার পরিবার কিংবা বাড়িওয়ালা দায়ী না। আমি এমন একজনকে ভালোবাসি, না পারি তাকে কিছু বলতে, না পারি কিছু করতে। আমি চিন্তা করে দেখলাম, আমার বাঁচার অধিকার নাই।" চিরকুটের শেষ অংশে তিনি তার প্রেমিককে উদ্দেশ করে লেখেন, "ভালো থেকো তুমি তুমার মহারানী তানিয়াকে নিয়ে।"

তানজিনার পরিবার সূত্রে জানা যায়, তিনি মাওনা ইউনিয়নের সলিংমোড় গ্রামের সরাফতের মেয়ে। তিন মাস আগে জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি বাড়ির দোতলায় ভাড়া থাকতে শুরু করেন। স্থানীয় একটি কারখানায় কাজ করতেন তিনি। কী কারণে তানজিনা চরম এই পদক্ষেপ নিলেন, তা এখনও স্পষ্ট নয়।

বাড়ির মালিক বাদশা মিয়া জানান, কয়েক মাস আগে তানজিনা তার বাসা ভাড়া নেন। মাঝে মধ্যে একটি ছেলে নিজেকে তানজিনার স্বামী পরিচয় দিয়ে ওই বাসায় আসতেন। তবে তানজিনার পরিবারের দাবি, তার কোনও স্বামী নেই।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান জানান, খবর পেয়ে তারা দ্রুত লাশ উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ওই তরুণীর প্রেমিকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন