গাজীপুরে অল্পের জন্য রক্ষা পেল ১২শ ট্রেনযাত্রী

নাসির আহমেদ, গাজীপুর
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১৭: ২৮

অল্পের জন্য রক্ষা পেয়েছে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ১২শ যাত্রীর প্রাণ।

রোববার আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর ছোট দেওরা এলাকায় রেললাইন বাঁকা হয়ে গেলে সেখানে লাল পতাকা দেখে দ্রুতগামী ট্রেনটি থামানোর ফলে দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ট্রেনটি থামার মাত্র আধা ঘন্টা আগে একটি ট্রেন এই লাইন অতিক্রম করে গেছে। রেলের কর্মীরা ঐখানে এসে দেখতে পায় ঢাকা- গাজীপুর ডুয়েল গেজ আপলাইনের একটি রেললাইন প্রায় ২০ মিটার বাঁকা হয়ে ছুটে স্লিপার লক ভেঙে সরে গেছে। এ সময় রেলের নিরাপত্তা

কর্মীরা ওই এলাকা অতিক্রমকালে ঘটনাটি দেখতে পায়। নিরাপত্তা রক্ষীরা বেঁকে যাওয়া রেল লাইনের দক্ষিণ পাশে লাল পতাকা টানিয়ে দেয়। তারা উভয় পাশে স্টেশনে ঘটনাটি জানায়। কিন্তু ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি কোনো বার্তা পায়নি। দ্রুতগামী ট্রেন ১২০০ যাত্রী নিয়ে মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশন অতিক্রম করে কিছুদূর এগিয়ে এলে রেল লাইনের উপর লাল পতাকা দেখতে পায়। আসন্ন বিপদ বুঝতে পেরে ট্রেনের লোকমাস্টার ব্রেক করে সেখানে ট্রেনটি

থামিয়ে দেন। ট্রেনটি বেঁকে যাওয়া রেললাইন থেকে মাত্র ৪০ মিটার দূরে এসে থেমে যায়। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই ১২০০ যাত্রীর প্রাণ।

ঢাকা টু চাঁপাইগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মোখলেছুর রহমান বলেন, ধীরাশ্রম এলাকায় এসে রেল লাইনের উপর লাল পতাকা দেখতে পাই। তাৎক্ষণিকভাবে বেলা ১৪টা ৩০ মিনিট এর সময় আমি ট্রেন থামানো নির্দেশ দিলে ট্রেনটি এখানে থামানো হয়। পরে নেমে এসে নিরাপত্তা কর্মীদের কাছ থেকে ঘটনা জানা যায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিভাবে রেললাইনের স্লিপারের লক গুলো খুলে গেল এবং রেললাইন বাঁকা হয়ে সরে গেল সেটি বুঝা যাচ্ছে না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টেকনিক্যাল লোকজন আসলে বিষয়টি জানা যাবে।

গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হানিফ আলী জানান, ছোট দেওরা এলাকায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ঢাকা থেকে চাঁপাইগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়ে সেখানে আটকে আছে। লাইন মেরামত করার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

তিনি আরো জানান, এ কারণে ঢাকা -জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইনের আপ লাইনটি বন্ধ রয়েছে। অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত